বাবা ও ছেলে
- জুলফিকার শাহাদাৎ
- ২৩ নভেম্বর ২০২৪, ০০:০০
বাবা :
আব্বু তোমার কী কী চাওয়া, কী কী পেতে চাও
একনাগাড়ে সব কিছুর লিস্টি দিয়ে যাও
তোমার জন্য আমার দুয়ার সারাক্ষণই খোলা
আমার সব ভালোবাসা তোমার জন্য তোলা।
ছেলে :
আচ্ছা বাবা, আমার চাওয়া করছি তোমায় পেশ
কয়েকটি ফ্ল্যাট, তিনটি গাড়ি ব্যাংক ব্যালেন্সও বেশ
একটি বাগানবাড়ি দিলে ঘুরতে যাওয়া যাবে-
তোমার ছেলে বাতাস খাওয়ার জায়গাটুকু পাবে।
বাবা :
ঠিক আছে বাপ আর কী আছে তোমার চাওয়ার বাকি
ইচ্ছে-পূরণ করতে তোমার দাঁড়িয়ে আমি থাকি।
ছেলে :
ইচ্ছে শুধু একটি বাড়ি কানাডাতে হয়
তোমার জন্য এসব তেমন ব্যাপার স্যাপার নয়।
বাবা :
সব বলেছ। সব শুনেছি। শোনো দিয়ে মন
আমার যা যা দেখছ চোখে, আমারই অর্জন
তোমার দাদুর নিইনি কিছুই, সবই শ্রমের ফল
আমার কাজের ফসল এটুক, আমারই সম্বল
তোমায় কিছু দেবো আমি, ভাবছ পুরোই ভুল
তোমায় আমি পড়িয়েছি কলেজ ও স্কুল
তোমার শিক্ষা,পরিশ্রমে নিজের পায়ে দাঁড়াও
সহায়তার জন্য শুধু আমাকে হাত বাড়াও।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা