২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

মায়ের মতো

-

এদেশ আমার বুকের পাজর
এদেশ আমার স্বপ্ন সাগর
এদেশ মায়ের মতো,
লাল সবুজের স্বপ্ন আঁকা
তাঁর প্রেমেতে মেলছে পাখা
মনটা অবিরত।

সাগর-নদী ঝর্না পাহাড়
ফুল ফসলের কী যে বাহার
সবুজপ্রান্ত জুড়ে,
পাখির গানে শহর-পাড়া
ক্লান্তদেহে জাগায় সাড়া
দুঃখরা যায় পুড়ে।

কামার-কুমার বণিক-চাষী
সবাই আমরা বাংলা ভাষী
দেশ রবে এই দিলে,
লড়তে জানি শত্রু এলে
রক্ত দেবো বুকটা মেলে
বাঁচবো সবাই মিলে।


আরো সংবাদ



premium cement