ইচ্ছে আমার দিচ্ছে পাড়ি
- আতিক রহমান
- ১৬ নভেম্বর ২০২৪, ০০:০০
প্রথম আকাশ ছাপিয়ে উপরে চলে যেতে চাই আমি,
তোমরা আবার বলো না কখনো এ কেমন পাগলামি!
ছোট্ট ঘুড়িটা উড়ে যায় যদি আকাশের গম্বুজে!
আমি কেন তবে যেতে পারব না- ওড়ার সে পথ খুঁজে?
আকাশেই আজ কত কারুকাজ চিলদের লুটোপুটি
পাখির সাথে নীলাভ আকাশ যেনবা বেঁধেছে জুটি!
হাওয়ায়-হাওয়ায় আকাশ ওড়ায় ঘুড়ির সে সামিয়ানা
আকাশি রঙের আকাশ ফুড়ে কি হারিয়ে যেতেই মানা?
মানুষ উড়াল সাধের ফানুস-আলোর প্রদীপ জ্বেলে-
ইস্ ওর মতো উড়েই যেতাম একজোড়া পাখা পেলে!
এক জোড়া পাখা অচিন চিলের কেউ যদি দিত ধার
পাড়িটা দিতাম উড়ে উড়ে দূরে আকাশ ছেদিয়া তার!
চাঁদ ও সূর্য ওঠে আর ডুবে আকাশ প্রান্ত ছুঁয়ে
মেঘের আড়ালে মুখটা লুকিয়ে নিজেকে নেয় কি ধুয়ে?
রাতেই আকাশ বসায় যেন বা তারার নকশিমেলা
সে মেলায় আমি তারা হয়ে বলো দেখাতে পারি না খেলা!
চলে যেতে চাই আকাশ ছেদিয়া প্রথম আকাশে আমি
উপহাস করেই বলো না স্বজন-এ কেমন পাগলামি?
ওই সে আকাশে শব্দ দিয়ে তো বাঁধবে এ কবি ঘর
ইচ্ছে আমার দিচ্ছে পাড়ি তো আকাশ তেপান্তর।।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা