১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ন ১৪৩০, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বিচিত্র রূপ

-

শিশিরভেজা দূর্বাঘাসে
সূর্যমামা মুচকি হাসে
তালপুকুরের ধারে,
ঝিলিক মাখা রোদের নাচন
দৃষ্টি শুধুই কাড়ে।

ভোর সকালে হাসে শিশির
পাখপাখালির কিচিরমিচির
ডাকে কোকিল ময়না,
পঞ্চসুরের মাতাল হাওয়ায়
মনটা ঘরে রয় না।

মুরগিছানা চিঁচিঁ ডাকে
মায়ের সাথে ছবি আঁকে
পথে চলার জন্য,
সুখ হাসিতে মেতে ওঠে
পেলে কোনো অন্ন।

কাজলকালো দীঘির জলে
ভেসে খেলে হাঁসের দলে
দস্যি ছেলেও ভাসে,
প্রকৃতির এই বিচিত্র রূপ
থাকে বারো মাসে।


আরো সংবাদ



premium cement