১৮ অক্টোবর ২০২৪, ২ কার্তিক ১৪৩০, ১৪ রবিউস সানি ১৪৪৬
`

পাখপাখালি

-

সকাল বেলা পাখিগুলো
মনের সুখে ডাকে
নির্ভাবনায় ডানা মেলে
উড়ে ঝাঁকে-ঝাঁকে।

কিচিরমিচির সুরের ধ্বনি
ভেসে আসে কানে
চোখের আড়াল হোক না যত
মনটা আমার টানে।

দূর-সীমানায় চেয়ে থাকি
নীল আকাশের মাঝে
আম্মু বলেন দেখো খোকা
আসবে আবার সাঁঝে।

কাজের শেষে যেমন করে
সবাই ঘরে ফিরে
খাবার শেষে পাখপাখালি
তেমনি আসে নীড়ে।


আরো সংবাদ



premium cement