২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ভূতকাহন

-

তেতুল গাছে ভূতের বাসা
অনেক ভূতের জাত
লম্বা বেঁটে শুকনা মোটা
সব মিলিয়ে সাত।
সাতটি ভূতই জেগে ওঠে
ঘনায় যখন রাত
বেশি কালো গায়ের রঙ
ভীষণ লম্বা দাঁত।
ধারালো সব নখও তাদের
তিনটি করে হাত
দুইটি হাতে খাবারটা খায়
একটি বানায় পাত।
গাছের ডালে ঘুমায় তারা
শরীর করে কাত
কিচকিচিয়ে সবার সাথে
জাগায় গায়ে বাত।

সাতটি ভূতের একই রকম
লম্বা সরু নাক
নাকের আগায় চুন মাখানো
ডান দিকেতে বাঁক।

সব খাবারই খায় তারা
পছন্দ লালশাক,
সাতটি ভূতে পালাক্রমে
করে তাদের পাক।
তাদের নাকি ভক্ত আছে
পশু প্রাণীর ঝাঁক,
বিশ্বাস এতো নাইবা হলো
আর বলছি না থাক।


আরো সংবাদ



premium cement