২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

শরৎ এখন বাউল বাতাস

-

সবুজ আমার জন্মভূমি কৃষ্ণ দীঘল চুল
চুলের খোঁপায় দিলাম বেঁধে সাদা মেঘের ফুল
মেখে দিলাম ফুলের রেণু সাদা মেঘের গালে
রাত্রি এলে জোনাক পোকা মায়ার আগুন জ্বালে

চোখের ভাষা বুঝতে গিয়ে পোড়ে আমার মন
মনের ভেতর অচিন পাখি ডাকছে সারাক্ষণ
ডাকছে আকুল ডাহুক পাখি দুলছে নদীর জল
জলের কোলে নৌকাগুলো ছুটছে ছলাচ্ছল

কৌতূহলী চাঁদটি তখন নামলো বনের ঝোঁপে
বনের শালিক ধরল তাকে বাঁধল মনের খোঁপে
সুবজ পাতা মনের ঘরে জোসনা মেখে হাতে
বুনতে বসি রঙিন শাড়ি চাঁদের বুড়ির সাথে

এই শাড়িটি দেই পড়িয়ে জন্মভূমির গায়
শরৎ এখন বাউল বাতাস নীলের দিকে ধায়
যায় উড়ে যায় শাড়ির আঁচল ওড়ে এলোকেশ
বিশ্বজুড়ে সবার চোখে আমার বাংলাদেশ।


আরো সংবাদ



premium cement