২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সৌর ঝড় আরো অরোরা সৃষ্টি করতে পারে

- ছবি : বাসস

সূর্যের পৃষ্ঠতলে বিশাল বিস্ফোরণের কারণে ভূ-চৌম্বকীয় ঝড়ের সতর্কতা জারি করে বলা হয়েছে। এতে মঙ্গলবার রাত থেকে উত্তর আমেরিকা, ইউরোপ এবং দক্ষিণ অস্ট্রেলিয়ায় চমকপ্রদ অরোরা তৈরি হতে পারে।

গত মে মাসে দুই দশকেরও বেশি সময় ধরে পৃথিবীতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূ-চৌম্বকীয় ঝড় হাওয়াই, স্পেন, দক্ষিণ আফ্রিকা এবং দুই মেরু অঞ্চল থেকে অনেক দূরে যেখানে সাধারণত অরোরা দেখা যায়, সেখানকার রাতের আকাশ অরোরার বর্ণিল আলোয় আলোকিত হয়ে ওঠে।

যুক্তরাষ্ট্র-ভিত্তিক স্পেস ওয়েদার প্রেডিকশন সেন্টারের (এসডব্লিউপিসি) অপারেশনস চিফ মাইক বেটওয়ে মঙ্গলবার সংবাদ সংস্থা এএফপিকে বলেন, ‘আমরা বেশ কয়কটি বড় করোনাল ভর নিক্ষিপ্ত হতে দেখেছি, এতে সূর্যের পৃষ্ঠ থেকে প্লাজমা এবং অন্যান্য উপাদান মহাকাশে বেরিয়ে আসছে।’

তিনি বলেন, ‘এতে মহাকাশ আবহাওয়া পরিস্থিতির অস্থিরতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।’

‘জিওম্যাগনেটিক স্টর্ম ওয়াচ’ ঘোষণা করেছে, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত করোনাল ম্যাস ইজেকশন (সিএমই) পৃথিবীর বায়ুমন্ডলে আঘাত হানার আশঙ্কা করা হচ্ছে।

‘ক্রিয়াকলাপের প্রভাব সবচেয়ে বেশি’ মঙ্গলবার আসার সম্ভাবনা রয়েছে উল্লেখ করে এসডব্লিউপিসি মার্কিন ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়রিক অ্যাডমিনিস্ট্রেশন স্কেলে জি৩ মানের একটি ‘শক্তিশালী’ ভূ-চৌম্বকীয় ঝড়ের সতর্কতা জারি করেছে।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement