২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বগুড়ায় হয়ে গেল ড্যান কেক চিত্রাঙ্কন প্রতিযোগিতা

-

গত ২৭ সেপ্টেম্বর বগুড়া জেলা শহরের পর্যটন মোটেলে আয়োজিত হয়ে গেল ড্যান কেক চিত্রাঙ্কন প্রতিযোগিতা। কুমিল্লায় এ বছর এপ্রিল মাসে প্রথম ড্যান কেক চিত্রাঙ্কন প্রতিযোগিতা সফলভাবে আয়োজিত হয়। এবারের আয়োজিত এই প্রতিযোগিতায় বিভিন্ন শ্রেণীর ওপর ভিত্তি করে তিনটি ভাগে বিভক্ত হয়ে অংশগ্রহণ করেছে বগুড়া জেলা শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রথম থেকে দশম শ্রেণীর ১০০০-এরও বেশি শিক্ষার্থী। প্রতিটি বিভাগে তিনজন করে মোট ৯ জনকে বিজয়ী ঘোষণা করা হয়।
ডেনমার্কের বিখ্যাত স্ন্যাক ব্র্যান্ড ‘ড্যান কেক’ এই আয়োজনটির পৃষ্ঠপোষকতা করে। শুক্রবার সকাল ৯টা ৩০মিনিটে প্রতিযোগিতাটির উদ্বোধন করেন ড্যান কেক বাংলাদেশের হেড অব মার্কেটিং মিনহাজ হোসেন। প্রতিযোগিতাটিতে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন মো: আবুল হাশিম, প্রভাষক, বগুড়া আর্ট কলেজ; সরজিত কুমার মণ্ডল, প্রভাষক, বগুড়া আর্ট কলেজ এবং নীলকণ্ঠ ঘোষ, প্রভাষক, বগুড়া আর্ট কলেজ ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মো: নাসিরুদ্দিন শেখ, প্রভাষক, বগুড়া আর্ট কলেজ, মো: এমদাদুল হক, সম্পাদক, বগুড়া জেলা রোভার স্কাউট এবং মো: আফজাল হোসেন, যুগ্ম সম্পাদক, বগুড়া জেলা স্কাউট। অতিথিরা এরকম একটি আয়োজনের জন্য ড্যান কেককে ধন্যবাদ জানান ও সব প্রতিযোগীকে উৎসাহ দেন এবং প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
উল্লেখ্য, ডেন ফুডস লিমিটেড ড্যান কেক এ/এস, ডেনমার্ক এবং পাণ্ডুঘর লিমিটেডের একটি যৌথ উদ্যোগ যার পূর্ণ কার্যক্রম ২০১৫ সালে বাংলাদেশে শুরু হয়েছে। ড্যান কেক প্রথম আগমনেই তার ইউরোপিয়ান রেসিপির মানসম্মত ও সুস্বাদু স্ন্যাকসের মাধ্যমে ভোক্তার মন জয় করতে সক্ষম হয়েছে এবং এখন পর্যন্ত অপরিবর্তিত মান এবং নতুন নতুন সংযোজনের দ্বারা বাংলাদেশের স্ন্যাকস প্রেমীদের ভালোবাসার ব্র্যান্ড হিসেবে গণ্য হয়ে আসছে।


আরো সংবাদ



premium cement