২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

পোশাক শিল্পে আগ্রাসন ও গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার

-


সম্প্রতি অনুষ্ঠিত হলো প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) ও দ্য বিগ এ কমিউনিকেশনের যৌথ উদ্যোগে ‘পোশাক শিল্পে আগ্রাসন ও গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনার। সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দেশীয় পোশাক শিল্পের ডিজাইনার এবং ফ্যাশন হাউজ মালিকেরা। এ ছাড়াও গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করেন দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমের সাংবাদিকেরা।
মূল প্রবন্ধ পাঠ করেন শেখ সাইফুর রহমান, ডেপুটি এডিটর, প্রথম আলো ডিজিটাল ও ফ্যাশন ইন্ডাস্ট্রি অ্যানালিস্ট। বৈঠকে বক্তরা দেশীয় ফ্যাশন শিল্পের বর্তমান অবস্থা তুলে ধরেন এবং সেই সাথে উঠে আসে ক্রমাগত বিদেশী পোশাক কিভাবে দেশীয় ফ্যাশন জগৎকে ঘিরে রেখেছে সে চিত্র। দেশীয় পোশাক শিল্পের অগ্রগতির অন্তরায় হিসেবে চিহ্নিত হয় নিত্যনতুন ডিজাইনের স্বল্পতা, সুতার অপ্রতুলতা, ফ্যাশন হাউজের বছরান্তে দ্বিগুণেরও বেশি ভাড়া বৃদ্ধি, দেশীয় কাপড়ের অপর্যাপ্ততা ইত্যাদি। এ ছাড়াও দেশপ্রেম থেকে কাজ করে যাওয়ার তাগিদ দেন সবাই।
এ প্রসঙ্গে অনুষ্ঠানের বিশেষ অতিথি কানিজ আলমাস খান বলেন, কয়েক বছর আগেও ভারতে বেড়াতে গেলে সে দেশের লোকজন বলত, আপা এর পরেরবার এলে আপনাদের দেশের অ্যারোমেটিক সাবান, কিউট লোশন কিংবা জামদানি শাড়ি নিয়ে আসবেন। সেসব দিন পার করে ভারত আজ সেসব পণ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। অথচ সঙ্কট থাকা সত্ত্বেও সে সময় অন্য কোনো পণ্য তারা তাদের দেশে ঢুকতে দেয়নি। সে ফল আজ তারা পাচ্ছে। সময়ের সাথে নিজেদের আপডেট রেখে তারা আজ বিশ্ব বাণিজ্য নিয়ন্ত্রণ করেন। তবে আমাদের দেশে যেভাবে অন্যান্য দেশের সংস্কৃতি এবং পণ্য ঢুকে গেছে, সেটা আটকানো এখন আর সম্ভব নয়, তবে সময় এখন নিজেদের আপডেট করার। পরিবর্তন দরকার মানসিকতার। তবেই নিজ দেশের পণ্য মাথা তুলে দাঁড়াবে। তার এ কথার সাথে একাত্মতা ঘোষণা করে প্রধান অতিথি বিবি রাসেল বলেন, বাংলাদেশ এবং বাংলাদেশের পণ্য মানুষ আজকে থেকে চেনে না। মাঝের কিছু সময় আমরা শৌখিন ব্যবসায়ীদের কবলে পড়ে গুণগত মান কমিয়ে ফেলেছি। তবে এখন আবার সময় এসেছে ঘুরে দাঁড়ানোর। দেশীয় সুতায় তৈরি জামদানি এখনো সৌরভ ছড়াচ্ছে। এখনো এ দেশের তাঁতিদের হাতে জাদু রয়েছে। এদের যথাযথ ব্যবহার ও পারিশ্রমিক নিশ্চিত করতে হবে। দেশীয় সুতা ও কাপড়ের উৎপাদন বাড়াতে হবে। আরেক ধাপ বাড়িয়ে বিশেষ অতিথি চঞ্চল মাহমুদ বলেন, স্বাধীনতার পর থেকে কয়েক দফা মোটা ফ্যাশনে ভেরিয়েশন এসেছে এবং সেসব ছিল দেশীয় উদ্যোগে ফ্যাশন ট্রেন্ডের একটা পরিবর্তন। কিন্তু এখন অন্যান্য দেশের ফ্যাশন ট্রেন্ড দেখে এ দেশের ফ্যাশন ট্রেন্ড পরিবর্তিত হয়, এটা দুঃখজনক। ডিজাইনারদের এ দিকে খেয়াল রাখতে হবে। এ ছাড়া দেশীয় পোশাক শিল্পের সাথে জড়িতদের ব্যাংকিং সুবিধা দিতে চেষ্টা করবে অগ্রণী ব্যাংক, এ আশ্বাস দেন অগ্রণী ব্যাংকের হেড অব পিআরডি রুহিয়া আক্তার। পরিশেষে ফ্যাশন সাংবাদিকতা এবং ফ্যাশন শিল্পের যেকোনো কাজে পিআইবির সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান অনুষ্ঠানের সভাপতি পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ। এ ছাড়াও সেমিনারে আগত অতিথি, সব বক্তা, শ্রোতা ও স্পন্সরদের (অগ্রণী ব্যাংক, ডিমান্ড, রে কমিউনিকেশনস, আর্ট) প্রতি ধন্যবাদ জানিয়ে সভার ইতি ঘোষণা করেন তিনি। গণমাধ্যম কর্মীদের মধ্যে নয়া দিগন্তের সাব-এডিটর আলমগীর কবির বলেন, ভারতীয় পোশাকে এখন আমাদের বাজার ভরে গেছে। ওই দেশের টিভি নাটক ও সিনেমার অবাধ প্রচার এর মূল কারণ। বিশ্বায়নের এই যুগে দেয়াল টেনে এই আগ্রাসন বন্ধ করা যাবে না। টিকে থাকতে হবে প্রতিযোগিতার মাধ্যমে। যার জন্য জীবনঘনিষ্ঠ নাটক-সিনেমার বিকল্প নেই। বিভিন্ন দিবস উপলক্ষে বাজারে যে দিবসগুলো জনপ্রিয়তা পায়, সেগুলো সিনেমা বা নাটকের কোনো জনপ্রিয় চরিত্রের। সেরকমভাবে নিজেদের তৈরি করতে পারলে পোশাক শিল্পে আগ্রাসন কমবে বলে মনে হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক জনকণ্ঠের সাংবাদিক তৌফিক অপু।

 


আরো সংবাদ



premium cement
অটোরিকশাচালকদের কর্মসূচি স্থগিত, পুলিশের সাথে বৈঠক সোমবার ভারতে পালানোর সময় স্বেচ্ছাসেবক লীগ নেতা স্ত্রীসহ আটক রাবির নতুন রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে নাব্যতা সঙ্কট, ফেরি চলাচল ব্যাহত সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিলেন সিইসি দ্বিতীয় দিনের মতো বেনাপোলে দূরপাল্লার পরিবহন বন্ধ মা‌টিরাঙ্গায় ট্রাক্টর উল্টে চালক নিহত নোয়াখালীতে বিএনপি নেতার খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ ইন্দুরকানীতে বিএনপি নেতা আব্দুল লতিফ হাওলাদারের দাফন সম্পন্ন তুরস্কের রাষ্ট্রদূতের সাথে বিএনপির বৈঠক চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান বিডার

সকল