যতেœ রাখুন ওয়াশিং মেশিন
- ২৪ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০
ওয়াশিং মেশিন যেহেতু যন্ত্র, তাই সবসময় না চললেও যদি ঠিকঠাক যতœ নিতে পারেন, তা হলে আপনার ওয়াশিং মেশিনটি দীর্ঘ দিন আপনার সঙ্গী হয়ে থাকতে পারে। এই সাধারণ বিষয়গুলো ছাড়াও ওয়াশিং মেশিনের কোম্পানির পক্ষ থেকে দেয়া উপদেশগুলো মেনে চলার চেষ্টা করুন। নিজের ওয়াশিং মেশিনকে করে তুলুন নিজের দীর্ঘ দিনের সঙ্গী। লিখেছেন সাকিবুল হাসান
কাপড় কাচা, ধোয়া ও শুকানো অনেকের কাছেই বেশ বিরক্তিকর। বিশেষ করে যারা সকাল-সন্ধ্যা অফিস করেন, কাপড় ধোয়ার পর ভেজা কাপড় শুকানোই তো তাদের কাছে এক বিড়ম্বনা। এর সহজ সমাধান ওয়াশিং মেশিন। ঝামেলাহীন ঝটপট কাপড় ধোয়া ও শুকানোর জন্য চাহিদা বাড়ছে ওয়াশিং মেশিনের। বাজারে আছে নানা মাপের, দামের ও ব্র্যান্ডের ওয়াশিং মেশিন।
কিন্তু ভাবুন তো যদি হঠাৎ করেই খারাপ হয়ে যায় ওয়াশিং মেশিন? না সারানো অবধি হয় নিজের হাতে নাহয় লন্ড্রিতে দিয়ে কাচাতে হবে সমস্ত জামাকাপড় ! সেই ঝক্কি না নিয়ে যদি নিজের ওয়াশিং মেশিনের একটু যতœ করতে পারেন তাহলেই তো আপনি থাকতে পারবেন নিশ্চিন্ত। কোনো জিনিসকে ভালো রাখতে চাইলেই কিন্তু ভালো রাখা যায়। তাই আসুন জেনে নেয়া যাক আপনার ওয়াশিং মেশিনটির যতœ নেয়ার কিছু সহজ উপায়।
ষ অবশ্যই ওয়াশিং মেশিনটি মেঝের সাথে সমান্তরালভাবে রাখুন। ওয়াশিং মেশিনের এক দিক উঁচু বা এক দিক নিচু যেন না হয়ে থাকে। বসানোর ক্ষেত্রে উঁচু-নিচু হয়ে থাকলে ওয়াশিং মেশিনে ইন্টারনাল ড্যামেজ হয়। দরকার হলে নিচু দিকটির তলায় কোনো জিনিস দিয়ে রাখুন যাতে ওয়াশিং মেশিনটি ঠিক সমানভাবে বসানো যায়।
ষ একেবারেই অঢেল জামাকাপড় মেশিনের মধ্যে ঢুকিয়ে দেবেন না। জামাকাপড়ের পরিমাণ সীমিত রাখুন। অতিরিক্ত জামাকাপড় ওয়াশিং মেশিনে ভরে মেশিন চালিয়ে দিলে ধোয়ার ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। ফলে জামাকাপড় ভালোভাবে পরিষ্কারও হয় না। বেশি জামাকাপড় ধোয়ার প্রয়োজন হলে অল্প অল্প করে জামাকাপড় কয়েকবার মেশিন চালিয়ে ধুয়ে নিন।
ষ যদি দেখেন ওয়াশিং মেশিনে কোনো আওয়াজ হচ্ছে বা কোনো যন্ত্রাংশ ঢিলে হয়ে বেরিয়ে আসছে, তাহলে সেই মেশিনে জামাকাপড় ধোয়া বন্ধ রাখুন। অল্প সমস্যা দেখা দিলেই যদি সারিয়ে নেন, তাহলে আর বড় কোনো সমস্যার কবলে পড়তে হবে না। খারাপ হওয়া ওয়াশিং মেশিনেই জামাকাপড় ধুতে থাকলে তা আরো বেশি খারাপ হয়ে যাবে এবং তখন মেশিন সারাতে অনেক বেশি টাকা খরচ হবে।
ষ নিয়মিত ওয়াশিং মেশিন পরিষ্কার করুন। ডিটারজেন্ট সাবান জমে অনেক সময়ই মেশিনের অনেক অংশ বক্র হয়ে যেতে পারে। ধোয়ার কাজ হলে ভালোভাবে ওয়াশিং মেশিনের ভেতরটা ধুয়ে নিতে হবে। ডিটারজেন্ট বা ফেব্রিক সফেটনার ব্যবহার করার পরে যদি তা মেশিনের ভেতরে জমে থাকে তা হলে মেশিনের ক্ষতি হয়। তাই ওয়াশিং মেশিনের ভেতর ও যতটা সম্ভব বাইরের অংশকেও পরিষ্কার রাখার চেষ্টা করুন।
ষ ওয়াশিং মেশিনে অনেক রকমের বোতাম বা সুইচ থাকে। বিভিন্ন সুইচের কাজ ভিন্ন। সুইচ ব্যবহারের ক্ষেত্রে আপনাকে অবশ্যই খুব সচেতন হতে হবে। না জেনে না বুঝে কোনো সুইচ টিপে দেবেন না। সুইচগুলো খুবই সুক্ষ্ম হয়। তাই খুব জোরে সুইচ টিপবেন না বা বারবার সুইচ টিপতে থাকবেন না। সুইচ খারাপ হয়ে গেলে মেশিনে অনেক রকমের সমস্যা দেখা দিতে পারে।
ষ ওয়াশিং মেশিন যেহেতু যন্ত্র, তাই সবসময় না চললেও যদি ঠিকঠাক যতœ নিতে পারেন, তা হলে আপনার ওয়াশিং মেশিনটি দীর্ঘ দিন আপনার সঙ্গী হয়ে থাকতে পারে। এই সাধারণ বিষয়গুলো ছাড়াও ওয়াশিং মেশিনের কোম্পানির পক্ষ থেকে দেয়া উপদেশগুলো মেনে চলার চেষ্টা করুন। নিজের ওয়াশিং মেশিনকে করে তুলুন নিজের দীর্ঘ দিনের সঙ্গী।