২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বাজারে এলো ভ্যানিলা এবং চকোলেটের স্বাদে ড্যান কেকের নতুন মার্বেল কেক

-

ড্যান কেক, দেশের শীর্ষস্থানীয় স্ন্যাকস ব্র্যান্ড তাদের গ্রাহকদের জন্য নিয়মিত নতুন নতুন পণ্য বাজারজাত করে চলেছে। গত শনিবার হোটেল ট্রপিকাল ডেইজিতে আয়োজিত একটি অনুষ্ঠানে ডেন ফুডস লিমিটেডের বিপণন বিভাগের প্রধান মিনহাজ হোসেন উপস্থিত সাংবাদিকদের সামনে তাদের নতুন পণ্য ‘মার্বেল কেক’ বাজারে আনার ঘোষণা দেন। কাপাচিনো মাফিন, কাপ কেক ডিলাইট, সুইস রোল, কোকোনাট ম্যাকারনসহ আরো অনেক সুস্বাদু স্ন্যাকস রয়েছে ডেন ফুডসের অধীনে।
ডেনমার্কের শীর্ষস্থানীয় স্ন্যাকস ব্র্যান্ড, ‘ড্যান কেক’ ইউরোপীয় বেকারি শিল্পের একটি বিখ্যাত নাম। মান, স্বাদ এবং বৈচিত্র্যের ৮৭ বছরের খ্যাতিসহ ড্যান কেক শুধু ইউরোপ নয়, বিশ্বজুড়ে বিখ্যাত। বর্তমানে ৩০টিরও বেশি দেশে ড্যান কেক পাওয়া যায়। ২০১৫ সাল থেকে বাংলাদেশে প১িরচালিত ড্যান কেক বাংলাদেশের উন্নতমানের স্ন্যাকস প্রস্তুতকারক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এবং দেশের লাখ লাখ গ্রাহকের মন জয় করেছে।
অনুষ্ঠানে জনাব মিনহাজ হোসেন বলেন, ‘ড্যান কেক গ্রাহকদের জন্য স্বতন্ত্র, সুস্বাদু এবং মানসম্পন্ন পণ্য সরবরাহে বিশ্বাসী। ভ্যানিলা এবং চকোলেট স্বাদের সংমিশ্রণে তৈরি মার্বেল কেক, ড্যান কেক পরিবারের নতুন সংযোজন। এটি বাজারে পাওয়া যাবে দু’টি ভিন্ন প্যাকেজিংয়ে। গ্রাহকেরা ১০০ টাকায় একটি ফ্যামিলি প্যাক এবং ১৫ টাকায় সিঙ্গেল প্যাক কিনতে পারবেন। আমরা বিশ্বাস করি গ্রাহকেরা মার্বেল কেকের অনন্য স্বাদ উপভোগ করবেন।’
নওশিন বৃন্তির সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্র্যান্ড ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ আশিকুল ইসলাম ভূঁইয়া, চ্যানেল ডেভেলপমেন্ট সিনিয়র এক্সিকিউটিভ, ইকবাল হোসেন, নর্থব্রুক কনসালট্যান্টস লিমিটেডের সিনিয়র পিআর কনসালট্যান্ট সরকার মাসুদ হাসান এবং সিনিয়র পিআর ম্যানেজার শেগুফতা তাসনীমসহ আরো অনেকে।
উল্লেখ্য, ডেন ফুডস লিমিটেডের ড্যানকেক এ/এস, ডেনমার্ক এবং পাণ্ডুঘর লিমিটেডের একটি যৌথ উদ্যোগ যার পূর্ণ কার্যক্রম ২০১৫ সালে বাংলাদেশে শুরু হয়েছে।

 


আরো সংবাদ



premium cement
সিলেট সীমান্তে ৬৩ লাখ টাকার চোরাই পণ্যসহ আটক ২ ট্রাফিক নিয়ন্ত্রণে নিয়োগ করা হবে অবসরপ্রাপ্তদের : স্বরাষ্ট্র উপদেষ্টা হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ মৃত্যু : ভাংচুর পুরান ঢাকার ২ কলেজে পুতুলের সূচনা ফাউন্ডেশনের লেনদেন স্থগিত সাগর থেকে টুনা মাছ আহরণে সহযোগিতা দেবে মালদ্বীপ সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন কেন আলোচনায় ২৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৭২ কোটি ৬৩ লাখ ডলার বান্দরবানের গহীন জঙ্গলে কেএনএ’র গোপন আস্তানার সন্ধান হত্যা মামলায় গ্রেফতার হয়ে ডিসি মশিউর ও এডিসি জুয়েল বরখাস্ত গাজীপুরে আরো এক মামলায় খালাস পেলেন তারেক রহমান রাজশাহীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে আইসিইউ ইউনিট উদ্বোধন

সকল