২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বাড়তি কিছু টিপস

-


ষ মেকআপ করুন বা না করুন, সানস্ক্রিন লাগাতেই হবে। এটা আপনার ত্বককে সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচাবে। দিনের বেলা মেকআপ করলে মেকআপের নিচে অবশ্যই সানস্ক্রিন লাগিয়ে নিতে হবে। আর মেকআপ না করলে প্রথমে ময়েশ্চারাইজার পরে সানস্ক্রিন লাগাতে হবে।
ষ গরমে ঘেমে মেকআপ কেইকি দেখানোর হাত থেকে বাঁচতে পাউডার ব্লাশ অনের বদলে ক্রিম ব্লাশ অন লাগানো উচিত।
ষ ঈদের অন্তত চার-পাঁচ আগে ফেসিয়াল করবেন। ঈদের ঠিক আগে ফেসিয়াল করলে মেকআপ ভালো বসে না।
ষ প্রাইমার লাগালে ত্বক ঘামে কম, ফাউন্ডেশন ত্বকে সুন্দরভাবে বসে, মেকআপ দীর্ঘস্থায়ী হয়। তাই প্রাইমার বাদ দেয়া যাবে না কিছুতেই।
ষ চেহারার দাগ ঢাকতে কন্সিলার বা কালার কারেক্টর ব্যবহার করুন হালকাভাবে। ভারী প্রলেপ দেবেন না।
ষ গরমের দিনে ভুলেও পাউডার ফাউন্ডেশন লাগাবেন না। একটু ঘামলেই এই ফাউন্ডেশন উঠে যায়। বেছে নিন লিকুইড ম্যাট ফিনিশ ফাউন্ডেশন।
ষ লিকুইড ফাউন্ডেশন কেনার সময় ‘লং লাস্টিং’ কথাটা যেন লেখা থাকে। কারণ গরমকালে এই ধরনের ফাউন্ডেশন বেশিক্ষণ ত্বকে স্থায়ী হয়।
ষ তৈলাক্ত ত্বকের একটি সমস্যা হলো মেকআপ করার পর মেকআপ ভেদ করে ত্বক থেকে তেল বের হয়। এ জন্য সবচেয়ে ভালো উপায় হলো ব্লটিং পেপার। এটি দামে যেমন কম, কাজও করে অসাধারণ। আলতো করে চেপে ধরুন মেকআপের ওপর। সব তেল শুষে নেবে। তার পর প্রেসড পাউডার বুলিয়ে নিন।
ষ গরমে মেকআপ করার ক্ষেত্রে যদি সব প্রোডাক্ট পানি নিরোধক হয় তাহলে সবচেয়ে ভালো হয়।
ষ ব্যাগে সব সময় ছোটখাটো কিছু প্রয়োজনীয় কসমেটিক্স রাখুন। যেমন লিপস্টিক ও প্রেসড পাউডার, ব্লটিং পাউডার ইত্যাদি।

 


আরো সংবাদ



premium cement