২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

রোদে রোদচশমা : রঙের ফিচার

-

প্রখর রোদ কিংবা ধুলাবালি থেকে চোখকে সুরক্ষা দিতে সানগ্লাসের বিকল্প নেই। সূর্যের অতি বেগুনি রশ্মি দ্বারা আমাদের চোখের কর্নিয়া ও রেটিনার ক্ষতি হয়ে থাকে। এ ক্ষতিকর অতি বেগুনি রশ্মি সানগ্লাস ব্যবহারের মাধ্যমে প্রতিহত করা সম্ভব। এ জন্য দিনে সূর্যের আলোর তীব্রতা বৃদ্ধির সাথে সাথে বিশেষ করে বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ সময়টাতে সানগ্লাস ব্যবহার করা উচিত। আজকাল ফ্যাশনের জন্য অনেকে পোশাকের সাথে ম্যাচ করে সানগ্লাস ব্যবহার করে থাকেন। আর এতে ফ্যাশনের পাশাপাশি রোদ থেকে চোখকে সুরক্ষা দেয়া সম্ভব। আর যেকোনো ফ্যাশনের সানগ্লাস কেনার আগে অবশ্যই ভালো করে দেখবেন, আপনার মুখাবয়বের সাথে সানগ্লাসটি মানানসই হয়েছে কি না। গোলগাল চেহারা হলে অবশ্যই সানগ্লাসের ফ্রেম যেন একটু লম্বাটে ধরনের আর লম্বাটে চেহারা হলে গোলাকৃতির ফ্রেম হলে ভালো মানাবে। বাজারের ব্র্যান্ড ও নন-ব্র্যান্ডের পছন্দের সানগ্লাস পাওয়া যায়। তবে রাফ ব্যবহারের জন্য কমদামি সানগ্লাস ব্যবহার করবেন।
ভ্রমণপিপাসু মানুষ চাহিদামতো সানগ্লাস ব্যবহার করে থাকেন। তবে কে কোন ধরনের সানগ্লাস ব্যবহার করবেন, এটি নির্ভর করে ব্যক্তিত্বের ওপর। তবে ব্র্যান্ডের সানগ্লাসের দাম তুলনামূলক সব সময়ই বেশি। সানগ্লাস কেনার আগে চিকিৎসকের পরামর্শ নিয়ে সানগ্লাস কেনাই ভালো। কোন ধরনের ফ্রেম ও গ্লাসের কালার কেমন হলে সব ধরনের ঝুঁকি এড়ানো যায়, সে বিষয়গুলো ভালোভাবে জেনে নেয়াই ভালো।
বাজারে সব বয়সের মানুষের জন্য সানগ্লাস পাওয়া যায়। আপনার চাহিদামতো মার্কেট থেকে পছন্দের সানগ্লাসটি সংগ্রহ করতে পারেন। বাজারে ব্র্যান্ড ও নন-ব্র্যান্ডের ৩০০ টাকা থেকে শুরু করে ২৫ হাজার টাকার সানগ্লাস পাওয়া যায়। ব্র্যান্ডের সানগ্লাসের মধ্যে গুচির সানগ্লাসের দাম পড়বে পাঁচ হাজার থেকে ১৪ হাজার টাকা। রে ব্যান ১৫ হাজার থেকে ৩০ হাজার টাকা, পড়শি দাম পড়বে এক হাজার থেকে ১৫ হাজার টাকা। ফার্স্ট ট্রাক্ট দাম পড়বে ৫০০ টাকা থেকে ১০ হাজার টাকা। পলোর দাম পড়বে এক হাজার টাকা থেকে ২০ হাজার টাকা। আরমানি তিন হাজার থেকে ১০ হাজার টাকা। ক্যালভিন ক্লেইন পাঁচ হাজার থেকে ১৫ হাজার টাকা, পোলিস আড়াই হাজার থেকে ১০ হাজার টাকা। দেশের খুচরা ও পাইকারির বৃহত্তম সানগ্লাসের মার্কেট রাজধানীর পুরান ঢাকার পাটুয়াটুলীতে। এ ছাড়া ভালো মানের সানগ্লাস ও সানগ্লাসের যন্ত্রাংশ পাওয়া যাবে এলিফ্যান্ট রোড, বসুন্ধরা, নিউমার্কেট, গাউছিয়া, মিরপুর, মৌচাক, মালিবাগ, মগবাজার, ফকিরের পুলসহ আরো অনেক জায়গায়।
এ ছাড়াও আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে অর্ডার করে আপনার পছন্দের সানগ্লাসটি সহজেই পেতে পারেন।

 


আরো সংবাদ



premium cement
১৯ দিন পরেও অঘোষিত ক্যালিফর্নিয়ার ফলাফল! হারেৎসের ওপর ইসরাইল সরকারের নিষেধাজ্ঞা, সকল সম্পর্ক ছিন্ন নিজ্জর-হত্যায় অভিযুক্ত ৪ ভারতীয়ের বিচার শুরু কানাডায় ফলোঅন এড়ালেও ভালো নেই বাংলাদেশ আইপিএল নিলামের প্রথম দিনে ব্যয় ৪৬৭.৯৫ কোটি রুপি : কে কোন দলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মাত্রা বাড়াতে ট্রাম্প 'ভীষণ চিন্তিত' নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা, অন্যদের কথা ব্যক্তিগত : প্রেস উইং সালাহর জোড়া গোলে জিতল লিভারপুল ১০ সাংবাদিকসহ ১১ জনের ব্যাংক হিসাব জব্দ টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৬ দফা মেনে নেয়ার আহবান হাসিনা-কন্যা পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক লেনদেন স্থগিত

সকল