২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ঝটপট নাশতা : রান্নাবান্না

-

চটপট পপকর্ন

উপকরণ : ভুট্টার দানা ১ কাপ, মাখন ১ টেবিল চামচ, মাস্টার্ড পাউডার ১ চা চামচ, পিপার সস (স্বাদ অনুসারে), লবণ ১ চিমটি।
প্রণালী : বড় হাঁড়ি চুলায় রাখুন। গরম হয়ে উঠলে হাঁড়িতে ভুট্টার দানাগুলো দিয়ে ঢেকে দিন। পপকর্ন ফুটে উঠবে। হয়ে গেলে নামিয়ে একটি বোলে ঢালুন। মাখন, লবণ ও মাস্টার্ড পাউডার মেশান এর সাথে। পরিবেশনের সময় পিপার সস মিশিয়ে নিন। সব কিছু খুব দ্রুত মেশাতে হবে।

কফি কুলার
উপকরণ : দুধ ২৫০ মিলিলিটার, ক্রিম ১০০ গ্রাম, ব্লাক কফি ২৫ মিলিলিটার, চকলেট আইসক্রিম ১ স্কুপ, ডিক্সিং চকলেট ৪ টেবিল চামচ।
প্রণালী : গরম পানিতে কফি ও চকলেট ভালোভাবে মিশিয়ে নিন। এর সাথে দুধ মেশান। ঠাণ্ডা করে ক্রিম মেশান। ওপরে আইসক্রিমের স্কুপ দিয়ে পরিবেশন করুন।
হানি চিলি পটেটো

উপকরণ : আলু ২টা, কর্নফ্লাওয়ার ৩-৪ টেবিল চামচ, লবণ স্বাদ অনুসারে, গোল মরিচের গুঁড়া ১চা চামচ, তেল ভাজার জন্য।
উপকরণ (আলুর জন্য): তেল ১চা চামচ, পেঁয়াজ ২টা, রসুন কুচি ১ টেবিল চামচ, ক্যাপসিকাম স্লাইস সিকিকাপ মধু ২ টেবিল চামচ লবণ স্বাদমতো, সয়াসস সিকি চা চামচ, তিল ১ টেবিল চামচ, চিলি সস ২ চা চামচ।
প্রণালী : একটি বাটিতে কর্নফ্লাওয়ার, লবণ গোলমরিচের গুঁড়া মিশিয়ে এতে আলু স্লাইস করে কেটে ভালো করে মেখে নিন। ডুবো তেল বাদামি করে ভেজে আলু তুলে রাখুন।
অন্য বাটিতে তেল, রসুন বাটা পেঁয়াজ একসাথে মিশিয়ে প্যানে ১ মিনিট ভাজুন। এবার এর সাথে ক্যাপসিকাম, মধু, লবণ, সয়াসস, চিলি সস দিয়ে ২ থেকে ৩ মিনিট রান্না করুন। নামিয়ে এর সাথে আলু ও তিল মিশিয়ে পরিবেশন করুন।

 


আরো সংবাদ



premium cement
গ্রেড-১ এ পদোন্নতি পেলেন প্রাণিসম্পদ অধিদফতরের ডিজি ডা. রেয়াজুল হক ‘বড় কোনো পরিকল্পনা না থাকলে এক দিনে এতগুলো ঘটনা ঘটতো না’ জুলুমের দায়ে মতিউর রহমান ও মাহফুজ আনামকে পদত্যাগ করতে হবে : হেফাজত আমির স্বর্ণের দাম ভরিতে ১,৮৯০ টাকা কমেছে খালেদা জিয়ার সাথে সৌদি রাষ্ট্রদূতের বৈঠক মাওলানা আতাহার আলীকে বাদ দিয়ে দেশের ইতিহাস রচিত হতে পারে না : ধর্ম উপদেষ্টা ‘মানবিক সমাজ বিনির্মাণে কাজ করে যাচ্ছে বিএনপি’ ছাত্র সংঘর্ষ ও শিক্ষাপ্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনায় ছাত্রশিবিরের উদ্বেগ কোনো পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : তথ্য উপদেষ্টা সিলেটে ব্যবসায়ী হত্যায় বাবাসহ ২ ছেলের মৃত্যুদণ্ড ভারতে মসজিদ ভাঙাকে কেন্দ্র করে নিহতের ঘটনায় জামায়াতের প্রতিবাদ

সকল