০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ন ১৪৩১,
`

এভারেস্টের থেকেও উঁচু পর্বতের খোঁজ

- প্রতীকী ছবি

এক সুবিশাল পর্বতমালা, উচ্চতায় এভারেস্টের চার থেকে পাঁচ গুণ! পৃথিবীর গভীরে এমনই এক পর্বতের খোঁজ পেয়েছে বিজ্ঞানীরা।

ভূগর্ভে কেন্দ্রমণ্ডল (কোর) ও গুরুমণ্ডলের (ম্যান্টল) মাঝে এর অবস্থান। কিন্তু এত বছর জানা যায়নি এর কথা। বিস্ময়ে বিশেষজ্ঞরাও।

ওই গবেষণার সাথে যুক্ত অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির বিজ্ঞানীরা জানিয়েছে, ভূমিকম্প ও পরীক্ষামূলক পারমাণবিক বিস্ফোরণে তৈরি হওয়া তরঙ্গের সেসমিক ডেটা বিশ্লেষণ করে পর্বতটির অস্তিত্ব সম্পর্কে জানা গেছে। এ বিষয়ে সাহায্য করেছে অ্যান্টার্কটিকার সিসমোলজি সেন্টার।

বিজ্ঞানীরা জানায়, ভূপৃষ্ঠ থেকে আট দশমিক আট কিলোমিটার উচ্চতায় এভারেস্ট পর্বতশৃঙ্গ। আর ভূগর্ভে লুকিয়ে থাকা পর্বতশৃঙ্গটির উচ্চতা ৩৮ কিলোমিটার।

অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির ভূপদার্থবিদ এডওয়ার্ড গারনেরো বলেন, ‘অ্যান্টার্কটিকা থেকে পাওয়া হাজার হাজার সেসমিক রেকর্ড বিশ্লেষণ করে হাই-ডেফিনিশন ইমেজিং পদ্ধতির মাধ্যমে কেন্দ্রমণ্ডল ও গুরুমণ্ডলের সীমান্তে কিছু ব্যতিক্রমী উপাদানের খোঁজ পাওয়া গেছে। উপাদানগুলো একেক জায়গায় একেক রকম পুরু। কোথাও কয়েক কিলোমিটার, কোথাও অনেক বেশি। তা থেকেই আমরা বুঝতে পারি, এটা পৃথিবীর গর্ভে থাকা এক পর্বত। যার উচ্চতা এভারেস্টের পাঁচ গুণ।’

বিজ্ঞানীরা জানিয়েছে, সম্ভবত প্রাচীনকালে টেকটনিক প্লেট গুরুমণ্ডলের ভেতরে ঢুকে গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে বিস্তৃত হয়ে এ পর্বতমালা তৈরি করেছে। এতে ব্যাসল্ট পাথরও রয়েছে, আবার প্রস্তরীভূত শিলাও রয়েছে।

ওই গবেষণায় যুক্ত আরেক ভূবিজ্ঞানী আলাবামা বিশ্ববিদ্যালয়ের সামান্থা হ্যানসেন বলেন, ‘আমাদের মতো সেসমিক তদন্তে ভূগর্ভের ভেতরের সর্বোচ্চ রেজুলেশনের ছবি ধরা পড়েছে। আমাদের কল্পনার থেকে বহু গুণ বড় জটিল এর আকার।’


আরো সংবাদ



premium cement
ইফার দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত ঢাকা ওয়াসার কেউ দুর্নীতিতে জড়িত থাকলে ব্যবস্থা : উপদেষ্টা আসিফ ২২ ফেব্রুয়ারি হাবের নির্বাচন রাজধানীতে পৃথক ঘটনায় কুপিয়ে ও শ্বাসরোধে ২ জনকে হত্যা ৪২ লাখ টাকাসহ প্রতারক চক্রের সদস্য গ্রেফতার ডিএমপি কমিশনারের সাথে য্ক্তুরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিদের সাক্ষাৎ তারুণ্যের উৎসবে স্থান পাচ্ছে জুলাই আগস্টের তথ্যচিত্র মৃত্যুবার্ষিকী : রফিকুল ইসলাম আধুনিক অটোমোবাইলস জোন প্রতিষ্ঠার দাবি ওয়েলফেয়ার অব ড্রাইভারস্ এন্ড মেকানিক্সের পশ্চিমবঙ্গে বাংলাদেশের পতাকা অবমাননার অভিযোগ, আটক ৩ ১০ লাখ টাকার অনুদানের চেক শহীদ আবু সাঈদের পরিবারের কাছে হস্তান্তর

সকল