১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী সা: উপলক্ষে পবিত্র মাইজভান্ডার শরীফে লাখ লোকের সমাগম

পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী সা: উপলক্ষে পবিত্র মাইজভান্ডার শরীফে লাখ লোকের সমাগম - ছবি : সংগৃহীত

১২ রবিউল আউয়াল পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী সা: উপলক্ষে আগত আশেকানগণ গাউছুল আজম সৈয়দ গোলামুর রহমান আল-হাচানী আল্-মাইজভান্ডারী প্রকাশ- বাবা ভান্ডারী (কঃ) কেবলা কাবার রওজা পাকে ভোর থেকে কুরআন তেলাওয়াত, জিকির আজগার, দরুদ মিলাদের মধ্যে মশগুল রয়েছে এবং আল্লাহ, আল্লাহ রবে পুরো মাইজভান্ডার দরবার শরীফ মুখরিত হয়ে আছে।

জানা গেছে, বহু বছর পর গাউছুল আজম সৈয়দ গোলামুর রহমান আল্-হাচানী আল্-মাইজভাণ্ডারী প্রকাশ- বাবা ভান্ডারী (কঃ) কেবলার রওজা শরীফ পুনঃনির্মাণের পর ভোর থেকে খুলে দেয়া হয়েছে।

পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী সা: উপলক্ষে কুরআন-সুন্নাহর বয়ানের মাহফিল মাইজভান্ডার শরীফ শাহী ময়দানে বিকেল ৩টা থেকে শুরু হয়ে পবিত্র আমরের জামাত অনুষ্ঠিত হয়েছে। বাদ আসর মাইজভান্ডার শরীফের পীর সাহেব আলহাজ্ব মাওলানা সৈয়দ মুজিবুল বশর আল্-হাচানী আল্-মাইজভান্ডারী পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী সা: উপলক্ষে কুরআন-সুন্নাহর বয়ান পেশ করেন।

কুরআন সুন্নাহর বয়ান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আখেরী মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা সৈয়দ মুজিবুল বশর আল্-হ।-বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement