২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

পায়ে হেঁটে হজে গেলেন ফ্রান্সের যুবক

ফ্রান্সের মোহাম্মাদ বাউলাবিয়ার। - ছবি : ইসলামিক ইনফরমেশন

দীর্ঘ আট হাজার কিলোমিটার পায়ে হেঁটে মক্কায় পৌঁছেছেন ফ্রান্সের মোহাম্মাদ বাউলাবিয়ার। এই যাত্রায় তিনি ১৩টি দেশ পাড়ি দিয়েছেন।

ইসলামিক ইনফরমেশনের খবরে বলা হয়েছে, বাউলাবিয়ার আরো দু’বছর আগে থেকে যাত্রার প্রস্তুতি নিয়েছেন। এরপর তিনি টানা আট মাস পায়ে হেঁটে মক্কায় পৌঁছান। এই সফরে তিনি সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন আবহাওয়া, বজ্রপাত এবং তাপজনিত সমস্যা। এই চ্যালেঞ্জগুলো তার যাত্রাকে কঠিন করে তুলেছিল।

বাউলাবিয়ার জানান, নবীজি হজরত মোহাম্মাদ সা: ও তাঁর সাহাবীদের স্মৃতিবিজড়িত ভূমি মদিনা সফর করা তার আজন্ম স্বপ্ন। ওই স্বপ্ন পূরণের জন্য তিনি প্যারিসের আইফেল টাওয়ার থেকে গত ২৭ আগস্ট হাঁটা শুরু করেন। এরপর তিনি সুইজারল্যান্ড, ইতালি, স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, বসনিয়া, মন্টিনিগ্রো, আলবেনিয়া, মেসিডোনিয়া, গ্রীস, তুর্কিয়ে এবং জর্ডান হয়ে অবশেষে সৌদি আরবে পৌঁছান।

তিনি খাবার, দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় জিনিসপত্র এবং মানচিত্রসহ সাথে নিয়ে যান। এই যাত্রায় তিনি পথের মসজিদেই রাত কাটিয়েছিলেন।

সূত্র : ইসলামিক ইনফরমেশন


আরো সংবাদ



premium cement