২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩০, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

দেশজুড়ে মারকাযুল লুগার তত্ত্বাবধানে আরবি ভাষা প্রশিক্ষণ অনুষ্ঠিত

দেশজুড়ে মারকাযুল লুগার তত্ত্বাবধানে আরবি ভাষা প্রশিক্ষণ অনুষ্ঠিত - ছবি : মারকাযুল লুগাহ

মারকাযুল লুগাতিল আরাবিয়্যাহ বাংলাদেশে পবিত্র রমজানে ১৫ দিনব্যাপী আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স সমাপ্ত হয়েছে। সারাদেশের বিভিন্ন মাদরাসা থেকে আগত প্রায় ৩০০ ছাত্র এই কোর্সে প্রশিক্ষণ নিয়েছে।

ভাষার সবগুলো দক্ষতাসম্বলিত এই কোর্সে ছিল শ্রবন, কথন, পঠন ও লিখনদক্ষতার ওপর সমন্বিত প্রশিক্ষণ। কোর্সের পরিচালক শায়েখ মহিউদ্দীন ফারুকী বলেন, আমাদের এই কোর্সগুলো এমনভাবে সাজানো, যেখানে একসাথে ভাষার সবগুলো মৌলিক দক্ষতার ওপর নিবিড় প্রশিক্ষণ দেয়া হয় এবং এর ভেতর দিয়ে আরবি ভাষার ব্যাপারে ছাত্রদের মনে জমে থাকা হীনমন্যতা দূর হয়। অল্প সময়ে তারা আরবি ভাষার ভয়কে জয় করতে সক্ষম হয়।

এই কোর্সটির পাশাপাশি প্রতি বছরের মতো এবারো মারকাযের তত্ত্বাবধানে সারাদেশে ২৫টির মতো প্রশিক্ষণ কোর্সের আয়োজন হয়েছে। এক সপ্তাহ, ১০ দিন, ১৫ দিন বা ২০ দিনের মেয়াদে ঢাকা, কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, কুমিল্লা, মোমেনশাহী, বিবাড়িয়া, ফরিদপুর, গোপালগঞ্জ, কুষ্টিয়া, যশোর, জামালপুর, ভোলা, চট্টগ্রাম ও হবিগঞ্জে মারকাযের প্রশিক্ষকদের মাধ্যমে কোর্সগুলো পরিচালিত হয় এবং সহস্রাধিক ছাত্র এতে অংশগ্রহণ করে।

মারকাযুল লুগার প্রতিষ্ঠাতা পরিচালক শায়েখ মহিউদ্দীন ফারুকী বলেন, আরবি ভাষা শিক্ষা ও পাঠদান পদ্ধতি যেন কার্যকরী এবং সুন্দর হয়, সে লক্ষ্যে আমরা কাজ করে চলেছি। প্রতি বছর আমাদের ছাত্ররা বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ কোর্সের আয়োজন করছে। ইনশাআল্লাহ, পাঠদান পদ্ধতি সুন্দর ও যথাযথ হলে কুরআন ও সুন্নাহর এই ভাষা শেখার পথও সহজ হবে ইনশাআল্লাহ।

উল্লেখ্য, ছাত্রদের পাশাপাশি আরবি ভাষার শিক্ষকদের জন্যও ইতোমধ্যে মারকাযের উদ্যোগে অনেকগুলো শিক্ষক প্রশিক্ষণের আয়োজন হয়েছে এবং কয়েক সহস্রাধিক শিক্ষক সেগুলোতে অংশগ্রহণ করে আত্মোন্নয়ন ও ছাত্রগঠন ও পাঠদান পদ্ধতির উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন।

এ বিষয়ে শায়েখ ফারুকী বলেন, শিক্ষার মানোন্নয়ন করতে হলে শিক্ষকের মানোন্নয়ন করতে হবে। তাই ভাষা শেখানোর পথ ও পদ্ধতি শেখাতে মারকাযুল লুগাহ সমান গুরুত্ব দিয়ে শিক্ষক প্রশিক্ষণের আয়োজন করে।

 


আরো সংবাদ



premium cement
চোখের সেবা সম্প্রসারণে অরবিসের সাথে কাজ করব : ড. ইউনূস ‘দিনে দাওয়াতি কাজ করতে হবে আর রাতে আল্লাহর সাহায্য চাইতে হবে’ অ্যান্টিমাইক্রোবিয়াল প্রাণি ও পরিবেশের জন্য বড় হুমকি নতুন পর্যটন গন্তব্যের সন্ধান করছে সরকার : হাসান আরিফ বানারীপাড়ায় হত্যা ও প্রতারণা মামলায় গ্রেফতার ২ রাবির আরবি বিভাগের নতুন সভাপতি অধ্যাপক জাহিদুল ইসলাম ‘ট্রাম্পের সাথে অভিন্ন ক্ষেত্র খুঁজে পাবেন অধ্যাপক ইউনূস’ তাজিকিস্তানকে হারাল বাংলাদেশ ছাত্র-জনতা বুকের রক্ত দিয়ে দেশকে স্বৈরাচারমুক্ত করেছে : মির্জা ফখরুল খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি ফেরতের দাবি জানালেন আলাল টানা দুই ওভারে ২ উইকেট শিকার তাসকিনের

সকল