২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ন ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ফের বন্যার্তদের পাশে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি

ফের বন্যার্তদের পাশে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি। - ছবি : সংগৃহীত

দ্বিতীয় ধাপে আবারো পল্টন-সেগুন বাগিচা ইমাম ও খতিব পরিষদকে নিয়ে জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউপি এবং লক্ষিপ্রসাদ পাতন এলাকার পানিবন্দি বিপদগ্রস্ত পাঁচ হাজার মানুষের মাঝে খাদ্য, জরুরি ওষুধ এবং অর্থ সহযোগিতা দিয়েছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি।

গত মঙ্গলবার শুধু সিলেট জেলাতেই নয়; বরং এখানে সেবামূলক উল্লেখযোগ্য কাজ আঞ্জাম দেয়ার পর তারা চলে যায় বন্যাদুর্গত আরেক জেলা সুনামগঞ্জের দিকে। শনিবার এ এলাকায় প্রায় আড়াই হাজার মানুষের খাদ্য সামগ্রীর পাশাপাশি কয়েক শ’ দুর্গতদের মাঝে ওষুধ এবং অর্থ সহযোগিতার ফুল প্যাকেজ নিয়ে টিম-হাফেজ্জী সেবা এবং পল্টন সেগুনবাগিচা ইমাম ও খতিব পরিষদের প্রতিনিধি দল দুর্গতদের কল্যাণে কাজ করেছে।

সেখানে সেনপুর ও চান্দারবাড়ি এলাকায় করুণ পরিস্থিতির শিকার বন্যাদুর্গত ৫০০ সনাতন ধর্মাবলম্বী হিন্দু মানুষের মাঝে, পরম যত্নসহকারে পৌঁছে দিয়েছে ‘সোসাইটি’র ভালোবাসার উপহার-জরুরি খাদ্য, ওষুধ ও নগদ টাকা-পয়সা। শুধু তাই নয়, বরং সেখানে বসবাসরত সনাতনীদের দুঃখ-দুর্দশা লাঘবে আরো কিছু কাজের প্রত্যাশা ও পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে টিম হাফেজ্জী সেবা। অতপর স্থানীয় প্রতিনিধির মারফতে পার্শ্ববর্তী এলাকায় বিলি করে তারা আরো ১ হাজার মানুষের খাদ্য ও পানীয়।

জানা যায়, বন্যাকবলিত অঞ্চলের এই সফর শেষ করে আরো পাঁচ হাজার মানুষের খাদ্য-সামগ্রী নিয়ে আবারো ফিরছে তারা সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার উপজেলাধীন, পান্ডারগাঁও ইউপির নলুয়া, জলসি ও সুড়িগাঁও এলাকায়। বন্যার্ত সিলেট আর তলিয়ে যাওয়া সুনামগঞ্জের ক্ষুধার্ত মানুষের কল্যাণে এভাবেই বিরামহীনভাবে কাজ করে যাচ্ছে টিম- হাফেজ্জী সেবা।


আরো সংবাদ



premium cement