এবার ব্রিটেনের কিশোরীদের হিজাব উৎসব
- ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৭:১৪
এবার হিজাব উৎসব পালন করেছে ব্রিটেনের কিশোরীরা। ইরাকী কিশোরীদের পর তারাও বর্ণাঢ্য আয়োজনে ‘গোল্ডেন ক্রাউন ফেস্টিভ্যাল’ নামে এ উৎসব পালন করল।
রোববার ব্রিটেনের বার্মিংহামে স্থানীয় বি-রায়ইয়াতি মসজিদের উদ্যোগে উৎসবটি অনুষ্ঠিত হয়।
এতে অন্তত ২০০ কিশোরী আনুষ্ঠানিকভাবে হিজাব পরিধান শুরু করে।
মেয়েদেরকে ইসলামী হিজাব পরিধানে উদ্বুদ্ধ করা ও হিজাব পরিধানের ওপর অভ্যস্ত করে গড়ে তুলতে এ উৎসবের আয়োজন করা হয়।
একইসাথে উৎসব আয়োজনের মূল লক্ষ্য হলো- শৈশব থেকেই যেন এখানের নতুন প্রজন্ম ইসলামী বিশ্বাস ও পরিচয়ের প্রতি যত্নশীল হয়ে বেড়ে ওঠে।
উল্লেখ্য, গত শুক্রবার ইরাকের কুর্দিস্তানের সুলাইমানিয়া এলাকার উত্তরাঞ্চলীয় শহর দোহকেও হিজাব উৎসব করে সেখানের কিশোরীরা। তাতে ১৫ থেকে ২৫ বছর বয়সী অন্তত ২ হাজার ২৫৪ জন কিশোরী অংশ নেয়। ভারতে চলমান হিজাব বিতর্কের মধ্যে বিশ্বের নানা স্থানে মুসলিম মেয়েদের মাঝে এরূপ হিজাব উৎসব ইতিবাচক বলছেন বিশ্লেষকরা।
সূত্র : ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্স
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা