০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ মাঘ ১৪৩১, ৯ শাবান ১৪৪৬
`

লন্ডনে তারাবি পড়াবেন বাংলাদেশী হাফেজ কামরুল আলম

হাফেজ কামরুল - ছবি : নয়া দিগন্ত

সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় কুরআন তিলাওয়াত ক্বারী, বাংলাদেশের দ্বিতীয় সুদাইস নামে পরিচিত হাফেয কামরুল আলম। যার তিলাওয়াত বিভিন্ন দেশের মানুষ শুনে থাকেন। এ বছর তিনি ইংলেন্ডের চেস্টার সিটির, চেস্টার শাহজালাল মাসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারে পবিত্র মাহে রমজানে তারাবি নামাজের ইমামতি করবেন।

এর আগেও গত দুই বছর মালদ্বীপে সরকারি আমন্ত্রণে ২০২৩ ও ২০২৪ সালে মালদ্বীপে পবিত্র মাহে রমজানের তারাবি নামাজের ইমামতি করেন।

হাফেজ কামরুল আলম জানান, এ বছর তারাবি নামাজের ইমামতির জন্য তিনি বেশ কিছু দেশ থেকে আমন্ত্রণ পান। কানাডা, ফ্রান্স এবং ইংলেন্ডেরও বেশ কিছু মাসজিদ, এবং মালদ্বীপ থেকেও তাকে আমন্ত্রণ জানানো হয়।

বর্তমানে তিনি ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন ইংলেন্ডের চেস্টার শাহজালাল মাসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারে এবং তিনি বলেন, এখানকার মাসজিদ কমিটি এবং স্থানীয় সবাই আমাকে অনেক ভালোবাসেন। তাদের মায়া ও ভালোবাসায় আমি এবছর এখানেই তারাবির নামাজমাজ পড়াবো।


আরো সংবাদ



premium cement