১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

ডিজিটাল যুগে ইসলামিক শিক্ষার প্রয়োজনীয়তা ও চ্যালেঞ্জ

- ছবি : সংগৃহীত

ইসলাম আমাদের জীবন পরিচালনার পূর্ণাঙ্গ দিকনির্দেশনা দিয়েছে। পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা বলেন, ‘আপনি বলুন, আমার প্রতিপালক, আমার জ্ঞান বৃদ্ধি করে দিন’ (সূরা ত্বহা: ১১৪)। এই জ্ঞান অর্জনের নির্দেশ কেবল ধর্মীয় বিষয়ে নয়, বরং জীবনযাপনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য।

ডিজিটাল যুগে প্রযুক্তির প্রসার মানুষকে জ্ঞানের দিগন্তে নিয়ে গেছে। ইসলামিক শিক্ষা এখন অনলাইনে সহজলভ্য। কুরআন তিলাওয়াত, হাদিস, ফিকহসহ বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও, অ্যাপস, এবং অনলাইন কোর্সের মাধ্যমে ঘরে বসে জ্ঞান অর্জন সম্ভব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জ্ঞান অন্বেষণের পথে বের হয়, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন (সহিহ মুসলিম, ২৬৯৯)।

তবে এই যুগে ইসলামিক শিক্ষার চ্যালেঞ্জও রয়েছে। অনলাইনে ভুল তথ্য, বিভ্রান্তিমূলক মতবাদ এবং ভুল শিক্ষার প্রসার একটি বড় সমস্যা। সামাজিক যোগাযোগমাধ্যমে সময় অপচয় এবং অবহেলা অনেক মুসলিম তরুণকে ইসলাম থেকে দূরে সরিয়ে দিচ্ছে।

এই চ্যালেঞ্জ মোকাবেলায় সঠিক জ্ঞানের উৎস বেছে নেয়া জরুরি। আল্লাহ বলেন, তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ো না এবং জেনে-বুঝে সত্য গোপন করো না। (সূরা বাকারা : ৪২) আমাদের উচিত নির্ভরযোগ্য আলেমদের অনুসরণ করা এবং তরুণ প্রজন্মকে সঠিকভাবে দিকনির্দেশনা দেয়া।

ডিজিটাল যুগে ইসলামিক শিক্ষা শুধু চ্যালেঞ্জ নয়, একটি সুযোগও। প্রযুক্তিকে সঠিকভাবে ব্যবহার করে আমরা ইসলামিক জ্ঞান ছড়িয়ে দিতে পারি এবং আল্লাহর পথে নিজেকে ও সমাজকে পরিচালিত করতে পারি।


আরো সংবাদ



premium cement