গোবিন্দগঞ্জে অজ্ঞাতানামা ব্যক্তির লাশ উদ্ধার
- গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা
- ১২ সেপ্টেম্বর ২০২৪, ২০:০০
গাইবান্ধার গোবিন্দগঞ্জে-কামদিয়া সড়কের চালিতা নামক স্থানে রক্তাক্ত অবস্থায় এক অজ্ঞাতানামা ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে কামদিয়া ইউনিয়নের আঞ্চলিক সড়কের চালিতা নামক স্থানে এ ঘটনা ঘটে।
জানা গেছে, রক্তাক্ত অবস্থায় একটি লাশ পড়ে থাকতে দেখলে স্থানীয় লোকজন গোবিন্দগঞ্জ থানায় খবর দেয়। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানাধীন বৈরাগী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে নিয়ে আসে।
তদন্ত কেন্দ্রের ইনচার্জ মতিউর রহমান জানান, অজ্ঞাতনামা লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।
তিনি আরো জানান, লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারাল অস্ত্রের একাধিক আঘাতে তাকে হত্যা করা হয়। লাশটির পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা