২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না অসহায় লিপি বেগমের

- ছবি : নয়া দিগন্ত

দিনাজপুরের হিলিতে মধ্য বাসুদেবপুর গ্রামে ব্রেন টিউমার নিয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন অসহায় লিপি বেগম। প্রতিটা দিন যেন তার কাল হয়ে পার হচ্ছে। টাকার অভাবে থেমে আছে চিকিৎসা। বিছানায় শয্যাশয়ী লিপির চোখে এখন বেঁচে থাকার আকুতি।

চিকিৎসকরা বলেন, যতদ্রুত সম্ভব লিপি বেগমের মাথায় অপারেশন করতে হবে। চিকিৎসার জন্য প্রায় চার লাখ টাকা প্রয়োজন। এমন পরিস্থিতিতে লিপি বেগমের পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়।

ব্রেন টিউমারে আক্রান্ত লিপি বেগম জানান, ‘তার তিন মেয়ে ও এক ছেলে। দুই মেয়ে থাকেন শ্বশুরবাড়িতে। ছোট মেয়েটা ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত। ছেলে বাপ্পি হোসেন রাজমিস্ত্রির কাজ করেন, স্ত্রী-সন্তান নিয়ে থাকেন আলাদা সংসারে। লিপির স্বামী খোকন হোসেন এলাকায় ছোট মুদি দোকান করে কোনোরকম জীবন পার করছেন। তার এই সামান্য আয়ে কোনোভাবে চলছে অভাব-অনটনের সংসার ও মেয়ের লেখাপড়া। পরিবারের একমাত্র ভরসাই ছিল লিপি বেগম। হঠাৎ একদিন অসুস্থ হয়ে পড়লে ক্লিনিকে ডা. মো: আব্দুল আহাদের কাছে নিয়ে যায়। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা গেল লিপির ব্রেন টিউমার হয়েছে। এই খবর শোনার পর যেন আকাশ ভেঙে পড়লো লিপির পরিবারের ওপর। আশার আলো নিভে পরিবারে নেমে এলো অন্ধকার। নানা চেষ্টায় রংপুরসহ বিভিন্ন স্থানে কিছু দিন চিকিৎসার পর টাকার অভাবে থেমে গেল লিপির চিকিৎসা। এমন পরিস্থিতিতে অসহায় লিপি এক দিন স্ট্রোক করলে মুখের একদিক বাঁকা হয়ে যায়।’

লিপি বেগমের ছোট মেয়ে মারিয়া কান্নাজড়িত কণ্ঠে জানায়, ‘টাকার অভাবে আমার মা চিকিৎসা করতে পারছে না। চিকিৎসা করাতে না পারলে আমার মা মরে যাবে। মা মরে গেলে আমরা কাকে নিয়ে বাঁচবো। মাকে আমি হারাতে চাই না। আপনারা আমার মাকে বাঁচাতে এগিয়ে আসুন।’

আকুতি নিয়ে লিপি বেগমের স্বামী খোকন হোসেন বলেন, ‘গ্রামে ছোট মুদি দোকান করে কোনো রকম সংসার চালাই। এ অবস্থায় আমার পক্ষে এত টাকা জোগাড় করে স্ত্রী লিপি বেগমের চিকিৎসা করানো সম্ভব না। বেদনার সংসারে বিনা চিকিৎসায় তার ‍দিনপার হচ্ছে। তাই সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার অনুরোধ জানান তিনি।’

লিপি বেগমের চিকিৎসায় বিত্তবানদের প্রতি চিকিৎসার সহায়তায় এগিয়ে আসার জন্য আবেদন (বিকাশ ০১৪০৪৯৫১৬৩৫) জানিয়েছেন লিপি ও তার পরিবার।


আরো সংবাদ



premium cement