রংপুরে মৃদু ভূকম্পন অনুভূত
- নয়া দিগন্ত অনলাইন
- ০৬ সেপ্টেম্বর ২০২৪, ২৩:০১
রংপুর ও আশপাশের এলাকায় মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাত ৮টা ২৮ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়। এটি কয়েক সেকেন্ড স্থায়ী হয়।
রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান ভূকম্পনের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ভুটানের সামসি থেকে ২১ কিলোমিটার দূরে এ ভূমিকম্পের কেন্দ্রস্থল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ১। তবে কোথাও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এদিকে ভারতের জাতীয় ভূমিকম্প কেন্দ্র (এনসিএস) জানিয়েছে, এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তাডং থেকে ৭৪ কিলোমিটার দূরের এলাকা। সিকিমের পূর্ব, দক্ষিণপূর্ব ও দক্ষিণ সিকিমে এই কম্পন অনুভূত হয়েছে বলে খবর। আপাতত সিকিমে কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি। এদিকে, এরাজ্যে দার্জিলিং, কালিম্পংসহ একাধিক জায়গায় কম্পন অনুভূত হয়েছে। উত্তরবঙ্গের বহু বাসিন্দাই আতঙ্কগ্রস্ত হয়েছেন। কম্পন অনুভূত হয়েছে ডুয়ার্সেও।
রিপোর্টে দাবি করা হচ্ছে, মেঘালয় ও আসামেও এই কম্পন অনুভূত হয়।
এর আগে, আজ ভারতের উত্তরাখণ্ডেও ভূমিকম্প অনুভূত হয়েছে। উত্তরাখণ্ডের মোরি এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। শুক্রবার বেলা ১১.৫৬ মিনিটে এই কম্পন অনুভূত হয়। স্বভাবতই এই কম্পনের জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আশপাশের মানুষ কম্পন অনুভূত হতেই ঘর থেকে বেরিয়ে যান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা