১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সৈয়দপুরে মানববন্ধন

সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সৈয়দপুরে মানববন্ধন - ছবি : নয়া দিগন্ত

বহুল আলোচিত ও অবহেলিত সাংবাদিক দম্পত্তি সাগর-রুনি হত্যাকাণ্ডসহ সকল সাংবাদিক হত্যাকাণ্ড ও নির্যাতনের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে নীলফামারীর সৈয়দপুর প্রেসক্লাব কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) প্রেসক্লাবের সামনে শহীদ ডা. জিকরুল হক সড়কের আয়োজন করা হয়। কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের লোকজনসহ সাধারণ সচেতন ব্যক্তিবর্গ। ফলে বৃষ্টি উপেক্ষা করে প্রায় ঘণ্টাব্যাপী চলে মানববন্ধন।

এতে সাংবাদিক সৈয়দা রুখসানা জামান শানুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সৈয়দপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সময় টিভির স্ট্যাফ রিপোর্টার সাকির হোসেন বাদল, সাবেক সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক জনসমস্যা পত্রিকার সম্পাদক শওকত হায়াত শাহ, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর শাহিন আকতার, যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী সৈয়দপুর শহর শাখার আমির শরফুদ্দিন খান, দৈনিক আনন্দ বাজার পত্রিকার শাহজাহান আলী মনন, দৈনিক জনকণ্ঠ ও আনন্দ টিভির প্রতিনিধি মিজানুর মহসিন, দৈনিক ভোরের পাতার জয়নাল আবেদিন হিরো। মানববন্ধন সঞ্চালনা করেন দি ডেইলি অবজারভারের সৈয়দপুর প্রতিনিধি সাব্বির আহমেদ সাবের।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব ও সম্প্রতি গঠিত উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য আহসান উদ্দিন বাদল, সমাজ সেবক খয়রাত হোসেন বসুনিয়া, আনিসুর রহমান মন্টু, আব্দুল আলিম, মাজহারুল ইসলাম মিজু বসুনিয়া, ব্যবসায়ী দুলাল হোসেন, নাগরিক টিভির জেলা প্রতিনিধি সাদিকুল ইসলাম সাদিক, খবরের কাগজের মোমিনুর আজাদ, আমার বার্তার আকাশদ্দৌলা আকাশ, ঢাকা প্রতিদিনের দুলাল সরকার, মানবকণ্ঠের নওশাদ আনসারীসহ প্রেসক্লাবের সকল সদস্য সংবাদকর্মীবৃন্দ।

বক্তারা দ্রুততম সময়ে সাগর-রুনি হত্যাকাণ্ডের চার্চশিট দিয়ে বিচার তরান্বিত করার আহ্বান জানান। একইসাথে সকল হত্যাকাণ্ডের ও নির্যাতনের শিকার সাংবাদিকদের হত্যা ও নির্যাতনের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। এ সময় বিগত সরকারের স্বৈরাচারী আচরণের প্রকৃষ্ট উদাহরণ সাগর-রুনি হত্যাকাণ্ডের দীর্ঘসূত্রিতার পেছনে রাষ্ট্রের দুষ্কৃতিকারী রাঘব বোয়ালদের মুখোশ উম্মোচন পূর্বক তাদের আইনের আওতায় এনে যথাযথ শাস্তি নিশ্চিত করার জন্য বর্তমান অন্তবর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনুস ও আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের দৃষ্টি আকর্ষণ করেন।


আরো সংবাদ



premium cement
সীমান্ত ইস্যু এক দিনে সমাধান সম্ভব নয় : পররাষ্ট্র উপদেষ্টা স্বচ্ছ কাঁচের ঘরে রিমান্ডের সুপারিশ পুলিশ সংস্কার কমিশনের রেস্তোরাঁ খাতে ভ্যাট পুনর্নির্ধারণের সিদ্ধান্ত এনবিআরের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় ৯০ শতাংশ মানুষ : সংস্কার কমিশন গাজীপুরে বিদেশি পিস্তল ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার শরীয়তপুরে ছাত্র আন্দোলনে নিহত জালালের লাশ উত্তোলন সাবেক এমপিদেরসহ শতাধিক গাড়ি নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টম পুলিশ ক্যাডারে নিয়োগে শারীরিক যোগ্যতা অন্তর্ভুক্ত করার সুপারিশ বাড়ল স্বর্ণের দাম ঢাকার ১৯ খাল উদ্ধারের পরিকল্পনা চূড়ান্ত পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক মতাদর্শ না দেখার সুপারিশ কমিশনের

সকল