২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১, ২৩ রজব ১৪৪৬
`

গাইবান্ধায় ২ সিএনজির মুখোমখি সংঘর্ষে চালক নিহত

- ছবি : প্রতীকী

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় দু’টি সিএনজির মুখোমুখি সংঘর্ষে ছামাদ মিয়া (৫৫) নামের এক চালক নিহত হয়েছেন।

সোমবার রাত ৮টার দিকে উপজেলার নাকাই হাট-গোবিন্দগঞ্জ সড়কের চাঁদপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ছাত্তার মিয়া গোবিন্দগঞ্জে হরিরামপুর ইউনিয়নের নাওভাঙ্গা গ্রামের মরহুম ছিদ্দিক মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, ওই সময় একটি সিএনজি চাঁদপুর বাজার নামক স্থানে পৌঁছায়। এরই মধ্যে অপর একটি সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালক ছামাদ মিয়া নিহত হন। এ সময় আরো তিন যাত্রী আহত হয়েছেন।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান বলেন, ‘এই স্থানে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে স্বজনরা।


আরো সংবাদ



premium cement




up