২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ভূরুঙ্গামারীতে মোবাইল না পেয়ে অভিমানে শিশুর আত্মহত্যা

ভূরুঙ্গামারীতে মোবাইল না পেয়ে অভিমানে শিশুর আত্মহত্যা - প্রতীকী

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মোবাইল না পেয়ে অভিমানে সোহাগ মিয়া নামের ১০ বছর বয়সী এক শিশু আত্মহত্যা করেছে।

সোমবার সকালে ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট ইউনিয়নের বিএসসি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

সোহাগ সোনাহাট ইউনিয়নের বিএসসি মোড় এলাকার সজল মিয়ার ছেলে ও সোনাহাট আল কারিম ইসলামী অ্যাকাডেমির তৃতীয় শ্রেণীর ছাত্র।

সোনাহাট ইউপি চেয়ারম্যান মাইনুল ইসলাম লিটন পরিবারের বরাত দিয়ে বলেন, সোহাগ স্থানীয় একটি মাদরাসায় পড়ে। মোবাইলের প্রতি তার আসক্তি ছিল। মোবাইল দেখা নিয়ে সোমবার সকালে তার বোনের সাথে ঝগড়া হয়। এ সময় সোহাগের বাবা মোবাইলটি বন্ধ করে লুকিয়ে রাখেন। মোবাইল না পেয়ে সোহাগ কান্নাকাটি করে এক সময় ঘরের ভেতরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরিবারের অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।


আরো সংবাদ



premium cement