বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ মিরাজের বাবাকে আর্থিক সহায়তা জামায়াতের
- সাব্বির আহমেদ লাভলু, লালমনিরহাট
- ১০ আগস্ট ২০২৪, ২১:৫৬
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় গুলিবিদ্ধ হয়ে লালমনিরহাটের আদিতমারীর শহীদ মিরাজ খানের পরিবারকে জেলা জামায়াতে ইসলামী এক লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছেন।
শনিবার (১০ আগস্ট) সন্ধায় উপজেলার মহিষখোচায় মিরাজের বাড়িতে তার বাবার হাতে নগদ অর্থ তুলে দেন লালমনিরহাট জেলার জামায়াতের নেতৃবৃন্দ।
বৈষম্যবিরোধী আন্দোলনে ৫ আগস্ট বিকেলে ঢাকার যাত্রাবাড়ী থানা এলাকায় গুলিবিদ্ধ হয় শিক্ষার্থী মিরাজ খান। পারিবারিক অস্বচ্ছলতার কারণে পড়াশুনার পাশাপাশি ঢাকায় কাজ করতেন তিনি। ঢাকায় কোথাও চিকিৎসার সুযোগ না পেয়ে তার পরিবার রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে অপারেশন করা হলেও বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে শাহাদাত বরণ করেন। তার বাবা আব্দুস সালাম ক্যান্সারে আক্রান্ত ও আর্থিকভাবে উপার্জনক্ষম ছেলের মৃত্যুতে ভেঙে পড়েছেন।
লালমনিরহাট জেলা জামায়াতের পক্ষ থেকে তার পরিবারকে নগদ এক লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও লালমনিরহাট জেলা আমির অধ্যাপক আতাউর রহমানের নেতৃত্বে একটি টিম শহীদের পরিবারের সাথে সাক্ষাত করেন। সেখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য সাবেক আদিতমারী উপজেলা ভাইস চেয়ারম্যন এবং লালামনিরহাট ২ নম্বর আসনের জামায়াতের নমিনি অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু, জেলা সহকারী সেক্রেটারি হাফেজ শাহ আলম, জামায়াত নেতা মাওলানা সুলতান গিয়াসউদ্দিনসহ শিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা