২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

লুটপাট ও চাঁদাবাজি করায় লালমনিরহাটে ৩ যুবদল নেতা বহিষ্কার

লুটপাট ও চাঁদাবাজি করায় লালমনিরহাটে ৩ যুবদল নেতা বহিষ্কার - ছবি : নয়া দিগন্ত

আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের চলমান উদ্ভুত পরিস্থিতির সময় চাঁদাবাজি ও লুটপাটে জড়িত থাকার অভিযোগে ও দলীয় শৃঙ্খলা ভঙের দায়ে লালমনিরহাটের তিন যুবদল নেতাকে বহিষ্কার করেছে জেলা যুবদল।

শুক্রবার (৯ আগস্ট) দুপুরের পর বহিষ্কারের বিজ্ঞপ্তিটি ছড়িয়ে পরলেও বহিষ্কারের তারিখ ৮ আগস্ট দেখানো হয়।

বহিষ্কার পত্রে উল্ল্যেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আদিতমারী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, মো: মাইদুল ইসলাম আব্বাস, পঞ্চগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি, মো: শাহআলম মন্ডল ও পঞ্চগ্রাম ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি, মো: সাইদুল ইসলামকে যুবদলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশব্যাপী ভাঙচুর ও সহিংসতা ছড়িয়ে পরলে লালমনিরহাটেও বিভিন্ন সহিংসতার খবর পাওয়া যায়। বিভিন্ন স্থানে লুটপাট, অগ্নিসংযোগ ও বিভিন্ন আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ীকে ফোন দিয়ে ও বিভিন্ন মাধ্যমে হুমকি দিয়ে চাঁদা চাওয়া হয়। এসব সুনির্দিষ্ট কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে তিন যুবদল নেতাকে বহিষ্কার করা হয়।

বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন জেলা যুবদলের সভাপতি আনিসুজ্জামান আনিস বলেন, সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। আমরা শৃঙ্খলা ধরে রাখতে চাই। কোনো অরাজকতা মেনে নেয়া হবে না। আমরা শান্তিপূর্ণ জেলা গড়তে সজাগ রয়েছি।


আরো সংবাদ



premium cement