গাইবান্ধায় বিক্ষোভ মিছিল : ধাওয়া পাল্টা ধাওয়া, আহত ২ শতাধিক
- গাইবান্ধা প্রতিনিধি
- ০৪ আগস্ট ২০২৪, ১৮:৩৫
সারাদেশে ছাত্র-জনতা হত্যার প্রতিবাদে এক দফা দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ আগস্ট) মিছিলে প্রায় এক লাখ আন্দোলনকারী অংশ গ্রহণ করে। মিছিলে আন্দোলনকারীরা স্লোগান দেয় ‘এক দফা এক দাবি তুই হাসিনা কখন যাবি’।
বিক্ষোভ মিছিলটি স্থানীয় পৌর শহীদ মিনার চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি পুনরায় সেখানে গিয়ে শেষ।
এ সময় আন্দোলনকারীরা পৌরসভার গেটের তালা ভেঙে পৌরসভা চত্বরে থাকা তিনটি মোটরসাইকেল ও একটি পিকআপভ্যান ভাঙচুর করে। পরে বিক্ষোভ মিছিলটি জেলা প্রশাসক কার্যালয় চত্বরে যায়। সেখানে পৌছামাত্রই পুলিশ সুপার কার্যালয়ের সামন থেকে কোটা সংস্কার আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের ওপর পুলিশ এলোপাথারিভাবে হামলা, টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে প্রায় দুই শতাধিক আন্দোলনকারীরা আহত হয়।
সহপাঠিরা প্রায় দেড় শতাধিক আহতদের সাথে সাথেই উদ্ধার করে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে ভর্তি করে। এছাড়া বিভিন্ন ক্লিনিকে আরো ৫০ জন ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
গাইবান্ধা জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: মো: মাহবুব হোসেন জানান, কোটা আন্দোলনে অংশ নেয়া আন্দোলনকারীরা রাবার বুলেটে প্রায় দেড় শতাধিক আহত হয়ে হাসপাতালে এসেছে। তাদেরকে দ্রুত চিকিৎসা প্রদান করা হচ্ছে। তবে তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা