২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

দিনাজপুরে এমপি ও বিচারপতির বাসভবনে আগুন

দিনাজপুরে এমপি ও বিচারপতির বাসভবনে আগুন - ছবি : নয়া দিগন্ত

জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম এমপি ও বিচারপতি এম ইনায়েতুর রহিমের বাসা ভাঙচুর ও আগুন জ্বালিয়ে দিয়েছে বিক্ষুব্ধরা। এ সময় পুলিশের দু’টি পিকআপভ্যানে আগুন জ্বালিয়ে দেয় তারা।

শতাধিক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল ছুড়েছে পুলিশ। সদর হাসপাতাল, জোড়া ব্রিজ, ফুলবাড়ি বাসস্ট্যান্ড, লিলির মোড়, বাহাদুর বাজার, স্টেশন রোড, কাচারী রোড, মডার্ন মোড়, বুটিবাবুর মোড়, মুন্সীপাড়াসহ বিভিন্ন এলাকায় আন্দোলনকারীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা-ধাওয়া চলছে। এসব ঘটনায় আহত হয়েছে কমপক্ষে অর্ধশতাধিক।

রোববার সকাল ১০টায় দিনাজপুর ফুলবাড়ী বাসস্ট্যান্ডে আন্দোলনকারী জমায়েত হতে শুরু করে। তারা মিছিল নিয়ে শহরের হাসপাতাল মোড়স্থ হুইপ ইকবালুর রহিম এমপি ও বিচারপতি ইনায়েতুর রহিমের বাড়ির দিকে অগ্রসর হতে শুরু করলে পুলিশের সাথে ধাওয়া পাল্টা-ধাওয়া শুরু হয়। দীর্ঘসময় পুলিশের সাথে সংঘর্ষের একপর্যায়ে আন্দোলনকারীরা হুইপ ও বিচারপতির বাড়িতে আগুন জ্বালিয়ে দেয়। তারা বাড়িতে থাকা কয়েকটি মোটরসাইকেল বের করে বাসার গেটে এনে আগুন জ্বালিয়ে দেয়।

জানা গেছে, ধাওয়া পাল্টা-ধাওয়ার সময় এবং রাবার বুলেট ও টিয়ারশেলে কমপক্ষে ১০ জনের গুলিবিদ্ধ হয়। সারা শহরজুড়ে থেমে থেমে আন্দোলনকারীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা-ধাওয়া ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। শহরের মোড়ে মোড়ে এখন আগুন জ্বলছে।

এর আগে শহরের পলিটেকনিক মোড়ে শান্তিপূর্ণ সমাবেশ ও গ্রাফিতি অঙ্কন করে শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে শহরের দিকে অগ্রসর হলে এ সংঘর্ষে সূত্রপাত হয়।


আরো সংবাদ



premium cement