২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

রংপুরে সংঘর্ষ, নিহত বেড়ে ৩

রংপুরে সংঘর্ষ, নিহত বেড়ে ৩ - প্রতীকী ছবি

রংপুরে সংঘর্ষের ঘটনায় দু’জনের পর আরো একজন নিহত হয়েছে। তার নাম মাসুম (৩০) । তিনি মহানগর যুবলীগের কর্মী।

এই তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) আবুবকর সিদ্দিক। এনিয়ে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করল প্রশাসন।

এরমধ্যে মাসুম ও খাইরুল ইসলাম সবুজের লাশ রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং কাউন্সিলর হারাধনের লাশ এখনো নগর ভবনের সামনের ওভার ব্রিজ এলাকায় আছে।

সেখানে আরো একটি লাশ আছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। তবে তার নাম পাওয়া যায়নি।

এদিকে মিঠাপুকুরের উপজেলা পরিষদ চত্বরের ইউএনও অফিস, নির্বাচন অফিস, বেগম রোকেয়া অডিটোরিয়াম, আনসার ভিডিপি অফিস, সাবেক এমপি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এইচএন আশিকুর রহমানের বাসভবনসহ বিভিন্ন দফতরে হামলা ও অগ্নিসংযোগ দুর্বৃত্তদের আগুন। থানা গেট ভাঙচুর ও ট্রাকে আগুন দিলে রাবার‍ বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। এ সময় ১০ জন আহত হয়।

অন্যদিকে বদরগঞ্জের এমপি আহসানুল হক চৌধুরী ডিউক, উপজেলা চেয়ারম্যান ফজলে রাব্বী সুইট, পৌরসভা মেয়র টুটুল চৌধুরী, যুবলীগের সভাপতি পলিন চৌধুরীর বাড়ি ও গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। উপজেলা ছাত্রলীগ সভাপতি মীমের বাড়িতেও আগুন দেয় দুর্বৃত্তরা।

এদিকে পীরগঞ্জে আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুন দেয় প্রেসক্লাবের সামনে থাকা সাংবাদিকদের ১১টি মোটরবাইকে আগুন দেয় দুর্বৃত্তরা। এখন পীরগঞ্জে অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মীরা।

অন্যদিকে গঙ্গাচড়ায় শিক্ষার্থী ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। দুর্বৃত্তরা ইউএনও অফিস ও আওয়ামী লীগ অফিসে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। আওয়ামী লীগ অফিসের সামনে থাকা বেশ কয়েকটি মোটরসাইকেল পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।


আরো সংবাদ



premium cement