রংপুরে পৌঁছেছে বিচার বিভাগীয় কমিশন
- নয়া দিগন্ত অনলাইন
- ০৪ আগস্ট ২০২৪, ১২:৪৭, আপডেট: ০৪ আগস্ট ২০২৪, ১২:৫৭
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা এবং নিহতের ঘটনা তদন্তে আজ রোববার রংপুর পৌঁছেছে তিন সদস্যের বিচার বিভাগীয় কমিশন।
বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের নেতৃত্বে কমিশনের সদস্যরা রংপুর সার্কিট হাউসে আগামী ৮ আগস্ট (বুধবার) পর্যন্ত অবস্থান করে তদন্ত কাজ পরিচালনা করবেন বলে জানা গেছে।
আপিল বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার শেখ মোহা. আমিনুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
মূলত গত ১৬ থেকে ২১ জুলাই পর্যন্ত কোটাবিরোধী আন্দোলন ঘিরে সহিংসতায় হতাহতের বিষয়ে প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি গ্রহণ করার পাশাপাশি তারা ঘটনাস্থলগুলো পরিদর্শন করবেন।
জেলা প্রশাসনের কর্মসূচির তালিকা অনুযায়ী, আগামীকাল সোমবার ৫ আগস্ট সকালে কমিশনের সদস্যদের রংপুর সার্কিট হাউসে সাক্ষ্যগ্রহণ করার কথা রয়েছে।
পরদিন ৬ আগস্ট নিহত সাজ্জাদ হোসেন, মোসলেম উদ্দিন মিলন ও মো: মানিক মিয়ার বিষয়ে এবং ৭ আগস্ট নিহত মেরাজুল ইসলাম ও আবদুল্লাহ আল তাহেরের বিষয়ে সাক্ষ্যগ্রহণের কথা রয়েছে।
সূত্র : বিবিসি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা