২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

- ছবি : নয়া দিগন্ত

ঠাকুরগাঁওয়ে বৃষ্টি উপেক্ষা করেই আন্দোলন চালিয়ে যাচ্ছে বৈষম্যবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল, অবস্থান কর্মসূচি ও সড়ক অবোরাধ করে তারা। নানা স্লোগানে প্রকম্পিত করছে রাজপথ।

শনিবার দুপুর ১২টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে (বড়মাঠ) অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বঙ্গবন্ধু সড়ক হয়ে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে সমাবেত হয় এবং ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে।

বৃষ্টি উপক্ষো করেই হাজারো শিক্ষার্থী রাজপথে অবস্থান নিয়ে আপস না সংগ্রাম? সংগ্রাম, সংগ্রাম। দিয়েছি তো রক্ত, আরো দিবো রক্ত। কোটা না মেধা? মেধা, মেধা। আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে? নানা স্লোগানে উত্তাল করে রাখে পুরো এলাকা। এ সময় আন্দোলনরতরা তাদের দাবির প্রতি অনড় থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

বাসস্ট্যান্ড এলাকায় প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ শেষে শিক্ষার্থীরা শহরের চৌরাস্তায় এসে অবস্থান নেয়। সেখানেও আধাঘণ্টাব্যপী অবস্থান কর্মসূচি পালন করে তারা। আন্দোলনে বেশকিছু অভিভাবককেও সম্পৃক্ত হতে দেখা যায়।

এ সময় ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এন্তাজুল হক আন্দোলনকারীদের সাথে একাত্মতা প্রকাশ করেন। সেইসাথে কোনো আন্দোলনকারী আইনি সমস্যায় পড়লে তাকে সকল আইনগত সহায়তা প্রদানের ঘোষণাও দেন তিনি।


আরো সংবাদ



premium cement
নির্বাচনের তারিখ ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে : প্রেস উইং ব্যর্থ টপ অর্ডার, মুমিনুলের ফিফটির পর পথ দেখাচ্ছেন লিটন তেজগাঁওয়ে বুটেক্স ও ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বেলজিয়ামের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ছে এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে ড. ইউনূসের ‘থ্রি জিরো তত্ত্ব’ গুমের ঘটনা তদন্তে কাউকে বরখাস্ত করা হয়নি : কমিশন প্রধান দায়মুক্তির বিদ্যুৎকেন্দ্রে বিশেষ তদারকি শুরু চ্যালেঞ্জ মোকাবেলা করার সাহস ও অভিজ্ঞতা আমার আছে ইমরানের দলের বিক্ষোভ ঠেকাতে ইসলামাবাদ লকডাউন ডেঙ্গুতে ১ দিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু ট্রাফিক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর অবসরপ্রাপ্তদের নিয়োগ করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

সকল