২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

কিশোরগঞ্জে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২, আহত ৪

কিশোরগঞ্জে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২, আহত ৪ - ছবি : নয়া দিগন্ত

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো চারজন।

শুক্রবার (২ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জ উপজেলার ধরেয়ারবাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন ডিমলা উপজেলার দক্ষিণ গয়াবাড়ি মাঝাপাড়া গ্রামের নুরল হকের ছেলে আনারুল ইসলাম (৪০) ও জলঢাকা উপজেলার দক্ষিণ চেরেঙ্গা হাজীপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে মাজেদুল ইসলাম মতি (৪৫)।

থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দুপুরে একটি মাইক্রোবাসযোগে কিছু যাত্রী রংপুরের দিকে যাচ্ছিল। এ সময় কিশোরগঞ্জ উপজেলার ধরেয়ারবাজার নামকস্থানে রংপুরমুখী মাইক্রোবাস ও অপর দিক থেকে ছেড়ে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
ঘটনাস্থলে দু’জনের মৃত্যু হয়। এতে আহত হয়েছে চারজন। আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

নিহত আনারুল ইসলামের প্রতিবেশী মতিয়ার জানান, আনারুল ইসলাম কাজের সন্ধানে বগুড়া যাচ্ছিল।

অন্যদিকে মাজেদুল ইসলামের একজন প্রতিবেশী জানান, ‘মাজেদুল ইসলাম মতি তার অসুস্থ বাবাকে রংপুর মেডিক্যাল কলেজে দেখার জন্য যাচ্ছিল। পথেই তাদের দুইজনের সড়ক দুঘর্টনায় মৃত্যু হয়।’

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,‘ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়েছে। আহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’


আরো সংবাদ



premium cement
নির্বাচনের তারিখ ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে : প্রেস উইং ব্যর্থ টপ অর্ডার, মুমিনুলের ফিফটির পর পথ দেখাচ্ছেন লিটন তেজগাঁওয়ে বুটেক্স ও ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বেলজিয়ামের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ছে এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে ড. ইউনূসের ‘থ্রি জিরো তত্ত্ব’ গুমের ঘটনা তদন্তে কাউকে বরখাস্ত করা হয়নি : কমিশন প্রধান দায়মুক্তির বিদ্যুৎকেন্দ্রে বিশেষ তদারকি শুরু চ্যালেঞ্জ মোকাবেলা করার সাহস ও অভিজ্ঞতা আমার আছে ইমরানের দলের বিক্ষোভ ঠেকাতে ইসলামাবাদ লকডাউন ডেঙ্গুতে ১ দিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু ট্রাফিক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর অবসরপ্রাপ্তদের নিয়োগ করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

সকল