২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

রংপুর মহানগরসহ বিভাগে ৪৭ মামলায় গ্রেফতার ৬৭৫

রংপুর মহানগরসহ বিভাগে ৪৭ মামলায় গ্রেফতার ৬৭৫ - ছবি : নয়া দিগন্ত

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে রংপুর মেট্রোপলিটন এলাকা বাদে বিভাগের আট জেলায় ২৫টি মামলায় এখন পর্যন্ত ৪৩৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সুনির্দিষ্ট তথ্য উপাথ্য ও ভিডিও ফুটেজ পরীক্ষা-নিরীক্ষা করে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে রংপুর রেঞ্জ ডিআইজি মো: আব্দুল বাতেন। সোমবার (২৯) জুলাই সকাল ৮টা পর্যন্ত রংপুর মহানগরীর ২২ মামলাসহ বিভাগ ও মেট্রোপলিটন এলাকায় মোট ৪৭ মামলায় গ্রেফতার হয়েছে ৬৭৫ জন।

সোমবার (২৯ জুলাই) দুপুরে ডিআইজি বাতেন জানান, মেট্রোপলিটন এলাকা বাদে গাইবান্ধায় চার মামলায় ১১৪, লালমনিরহাটে দুই মামলায় ২৭, নীলফামারীতে চার মামলায় ৬৫, দিনাজপুরে সাত মামলায় ৭৯, ঠাকুরগাঁওয়ে চার মামলায় ৩৪, পঞ্চগড়ে তিন মামলায় ৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও রংপুর জেলা পুলিশ মেট্রোপলিটন কোতয়ালী থানায় একটি মামলা করলেও কুড়িগ্রাম জেলার থানাগুলোতে কোটা সংস্কার নিয়ে কোন মামলা হয়নি। তবে মামলা না হলেও রংপুরে ৬৪ এবং কুড়িগ্রামে পাঁচজন গ্রেফতার হয়েছেন। যারা অন্য জায়গায় নাশকতার সাথে জড়িত।

তিনি আরো বলেন, ‘রংপুর মেট্রোপলিটন এলাকা বাদে রংপুর বিভাগের আট জেলায় প্রতিরোধ ব্যবস্থার কারণে মানুষের কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে সম্পদের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে দিনাজপুর ও সৈয়দপুরে। বিভিন্ন অফিস আদালত ভাঙচুর করেছে। এ সংক্রান্তে মামলা হয়েছে। মামলায় যারা নাশকতা করেছে অগ্নিসংযোগ করেছে। সম্পদ বিনস্ট করেছে। তাদেরকে আইডেনটিফাই করে যথাযথ তথ্য প্রমাণের ভিত্তিতে তাদেরকে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে। প্রতিদিনই সেই গ্রেফতার প্রক্রিয়া অব্যাহত আছে। আমাদের তদন্ত অব্যাহত আছে। মামলার তদন্ত চলছে। এই তদন্তে যারা নাশকতায় অংশগ্রহণ করেছে, ভাঙচুরে অংশগ্রহণ করেছে তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। তাদের যার যার অপরাধ অনুযায়ী বিচার প্রক্রিয়ায় তাদের শাস্তির ব্যবস্থা করা হবে।’

তিনি বলেন, ‘তদন্ত ও গ্রেফতারের ক্ষেত্রে আমরা এতটুকু নিশ্চিত করে বলতে পারি যে নিরপরাধ কোনো ব্যক্তি এখানে ইনভল্ড হবে সেটা আমরা করব না। আমাদের তদন্তের মধ্যে স্বচ্ছতা আছে। তথ্য-প্রমাণের ভিত্তিতে যারা অভিযুক্ত হবে তাদেরকে ছাড় দেয়া হবে না। পেশাদারিত্ব ও বিধি ফলো করে আমরা সব কার্যক্রম করছি।’

এদিকে মেট্রোপলিটন এলাকায় গত ১০ দিনে ২২ মামলায় সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে বিভাগের আট জেলা ও মেট্রোপলিটন এলাকায় গ্রেফতার করা হলো মোট ৬৭৫ জনকে।

রংপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন জানান, ২২টি মামলায় ২৮ জুলাই সকাল ৮টা থকে ২৯ জুলাই সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন এলাকা থেকে ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদক মো: রেজওয়ানুর রহমান রহমান রোমান (৩২) এবং সারাই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন (৩৬)-সহ ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে মহানগরীতে গ্রেফতার করা হলো ১৮৬ জনকে।

অন্যদিকে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, একই সময়ে জেলা আহ্বায়ক শরীফ নওয়াজ জোহাসহ দুজন বিএনপি-জামায়াত নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে জেলা গ্রেফতার করা হলো ৫৬ জনকে। এ নিয়ে মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়াল ২৪২।

মহানগর পুলিশ কমিশনার মনিরুজ্জামান বলেন, ‘চিহ্নিত অপরাধীদের ফুটেজ দেখে দেখে গ্রেফতার করা হচ্ছে। নিরপরাধ কাউকেই হয়রানি কিংবা গ্রেফতার করা হচ্ছে না।’

তিনি বলেন, ‘নিহত আহত, সন্ত্রাসী কর্মকাণ্ড- সব বিষয়ে নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্ত হচ্ছে।’

নগরাবসির উদ্দেশ্যে পুলিশ কমিশনার বলেন, ‘আমি অনুরোধ করব সকলে একটু ধৈর্য ধরুন, অপেক্ষা করুন। আমাদের ওপর আস্থা রাখুন। আমাদের একটু সময় দিন। আমরা যে প্রক্রিয়াতে যানমালের ক্ষতি এড়ানোর চেষ্টা করেছি, যে প্রক্রিয়াতে কোনো নিরীহ মানুষ ধরপাকড় করিনি, সেই একই প্রক্রিয়াতে তদন্তসহ ভবিষ্যতে সকল কার্যক্রম সম্পন্ন করব।’


আরো সংবাদ



premium cement
নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা, অন্যদের কথা ব্যক্তিগত : প্রেস উইং সালাহর জোড়া গোলে জিতল লিভারপুল ১০ সাংবাদিকসহ ১১ জনের ব্যাংক হিসাব জব্দ টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৬ দফা মেনে নেয়ার আহবান হাসিনা-কন্যা পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক লেনদেন স্থগিত বুটেক্স-পলিটেকনিক শিক্ষার্থীদের সংঘর্ষ নির্বাচনের তারিখ ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে : প্রেস উইং ব্যর্থ টপ অর্ডার, মুমিনুলের ফিফটির পর পথ দেখাচ্ছেন লিটন তেজগাঁওয়ে বুটেক্স ও ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বেলজিয়ামের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ছে এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে ড. ইউনূসের ‘থ্রি জিরো তত্ত্ব’

সকল