ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের কালো পতাকা মিছিল
- ঠাকুরগাঁও প্রতিনিধি
- ২৯ জুলাই ২০২৪, ১৬:২০
ঠাকুরগাঁওয়ে কালো পতাকা মিছিল করেছে বৈষম্য বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা।
সোমবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১২টায় শহরের সরকারি বালক উচ্চবিদ্যালয় (বড়মাঠ) মাঠ থেকে মিছিলটি বের হয়ে বঙ্গবন্ধু সড়ক হয়ে চৌরাস্তা প্রদক্ষিণ করে সরকারি বালক উচ্চবিদ্যালয়ের সামনে অবস্থায় নেয়।
ঘণ্টাব্যপী চলমান মিছিল ও অবস্থানে শিক্ষার্থীরা কোটা সংস্কার, আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে তাদের হত্যার প্রতিবাদ ও বিচার দাবি, কেন্দ্রীয় সমমন্বয়কদের আটকের প্রতিবাদ, মামলা দায়ের ও গ্রেফতার করাসহ বিভিন্নভাবে হয়রানি ও নির্যাতনের প্রতিবাদের স্লোগান দিতে থাকে।
কয়েক শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহণে অনুষ্ঠিত মিছিলকে কেন্দ্র বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী সদসস্যের উপস্থিতি লক্ষ করা গেছে। তবে কোনো প্রকার সহিংস ঘটনা ঘটেনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা