রংপুরে আরো ২৫ জন গ্রেফতার, মোট ১৭৫
- রংপুর অফিস
- ২৬ জুলাই ২০২৪, ১৪:১৮
রংপুরে সংঘর্ষ, ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটে পুলিশের করার মামলায় মহানগর এলাকা থেকে বিএনপি জামায়াতের ২০ জন এবং জেলায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে আট দিনে গ্রেফতার হলো ১৭৫ জন।
শুক্রবার সকালে রংপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন জানান, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মহানগরীর কুকরুল ওয়ার্ড জামায়াতের সমন্বয়ক সাখাওয়াত হোসেনসহ ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে মহানগরীতে গ্রেফতার করা হলো ১৩০ জনকে।
তিনি জানান, এ নিয়ে এসব ঘটনায় এখন পর্যন্ত মামলা হলো ১২টি। আরও মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
অন্যদিকে, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, একই সময়ে জেলার বিভিন্ন উপজেলা থেকে পাঁচজন বিএনপি-জামায়াত নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে জেলা গ্রেফতার করা হলো ৪৫ জনকে। এ নিয়ে গত আট দিনে মহানগর ও জেলায় ১৭৫ জনকে গ্রেফতার করলো পুলিশ।
গ্রেফতারকৃতদের ৯৫ ভাগই বিএনপি ও জামায়াত এবং তাদের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থক।
মহানগর পুলিশ কমিশনার মো: মনিরুজ্জামান জানান, দুষ্কৃতকারীরা চিহ্নিত। নিরপরাধ কাউকেই হয়রানি কিংবা গ্রেফতার করা হচ্ছে না।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা