ভূরুঙ্গামারীতে কমপ্লিট শাটডাউনের সমর্থনে শিক্ষার্থীদের বিক্ষোভ
- ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা
- ১৮ জুলাই ২০২৪, ১৫:০৯
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কমপ্লিট শাটডাউনের সমর্থনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ভূরুঙ্গামারী শাখার ডাকে বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভূরুঙ্গামারী সিনিয়র ফাজিল মাদরাসা মাঠে সমবেত হয়।
এ সময় সেখানে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা ও হত্যার প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা সমন্বয়ক জামাদুস সানি জুয়েল, ইয়াকুব রহমান শ্রাবণ, তাসদিৎ ও হেদায়েতুন নাহার হিরা প্রমুখ।
পরে সেখান থেকে শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিন করে। বিক্ষোভ মিছিল ও সমাবেশে শিক্ষার্থীরা অবিলম্বে কোটা সংস্কারের দাবী মেনে নেয়াসহ শিক্ষার্থী হত্যার বিচারের দাবী জানায়। উপজেলার বঙ্গসোনাহাট, জয়মনিরহাট ও বলদিয়া ইউনিয়নে কমপ্লিট শাটডাউনের সমর্থনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা