২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

রংপুরে নিরাপত্তার দাবিতে সাংবাদিকদের মানববন্ধন প্রতীকী অবরোধ

- ছবি : নয়া দিগন্ত

চলমান কোটা সংস্কার আন্দোলনের সময় সাংবাদিকদের ওপর হামলা ক্যামেরা ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে এবং সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে মানববন্ধন করেছে রংপুরের সাংবাদিকরা।

বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা ১১টায় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করে রংপুর সম্মিলিত সাংবাদিক সমাজ।

সাংবাদিক সমাজের আহবায়ক প্রবীণ সাংবাদিক আবুদ সাহেদ মন্টুর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সাংবাদিক সমাজের সদস্য সচিব লিয়াকত আলী বাদল, রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরিনা লাভলী, রংপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান, প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুব রহমান হাবু, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বাপ্পী, সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আফজাল, মাহিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাবলু নাগ, রোকেয়া বিশ্ববিদ্যালয় সাবেক সাধারণ সম্পাদক ইভান চৌধুরী, রিপোর্টসা ক্লাব রংপুরের দপ্তর সম্পাদক জিএম জয়, সাংবাদিক মাহফুজুর রহমান প্রিন্স প্রমুখ। ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে ১ মিনিট প্রতীকি অবরোধ করেন সাংবাদিকরা।

এ সময় সাংবাদিক নেতারা বলেন, গত ১৬ জুলাই আন্দোলন চলাকালে পুলিশের টিয়ারশেল, রাবার বুলেটে এবং আন্দোলনকারীদের হামলায় সময় টেলিভিশনের রিপোর্টার রেদওয়ান হিমেল, ভিডিও সাংবাদিক তরিকুল ইসলাম, শাহনওয়াজ জনিসহ ১০ সাংবাদিক আহত হয়েছেন।

এ ঘটনার নিন্দা জানিয়ে সাংবাদিকরা বলেন, মাঠে কাজ করার সময় সাংবাদিকরা নিরাপত্তা না পেলে রাষ্ট্রের চতৃর্থ স্তম্ভ হুমকির মুখে পড়বে। ওই কারণে গণমাধ্যমের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ সময় আইনশৃঙখলা বাহিনীর মাঠ পর্যায়ের সদস্যদের সাংবাদিকদের নিরাপত্তা দিতে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা দাবি করেন সাংবাদিক নেতারা।


আরো সংবাদ



premium cement
নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা, অন্যদের কথা ব্যক্তিগত : প্রেস উইং সালাহর জোড়া গোলে জিতল লিভারপুল ১০ সাংবাদিকসহ ১১ জনের ব্যাংক হিসাব জব্দ টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৬ দফা মেনে নেয়ার আহবান হাসিনা-কন্যা পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক লেনদেন স্থগিত বুটেক্স-পলিটেকনিক শিক্ষার্থীদের সংঘর্ষ নির্বাচনের তারিখ ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে : প্রেস উইং ব্যর্থ টপ অর্ডার, মুমিনুলের ফিফটির পর পথ দেখাচ্ছেন লিটন তেজগাঁওয়ে বুটেক্স ও ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বেলজিয়ামের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ছে এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে ড. ইউনূসের ‘থ্রি জিরো তত্ত্ব’

সকল