১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

রংপুরে নিরাপত্তার দাবিতে সাংবাদিকদের মানববন্ধন প্রতীকী অবরোধ

- ছবি : নয়া দিগন্ত

চলমান কোটা সংস্কার আন্দোলনের সময় সাংবাদিকদের ওপর হামলা ক্যামেরা ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে এবং সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে মানববন্ধন করেছে রংপুরের সাংবাদিকরা।

বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা ১১টায় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করে রংপুর সম্মিলিত সাংবাদিক সমাজ।

সাংবাদিক সমাজের আহবায়ক প্রবীণ সাংবাদিক আবুদ সাহেদ মন্টুর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সাংবাদিক সমাজের সদস্য সচিব লিয়াকত আলী বাদল, রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরিনা লাভলী, রংপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান, প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুব রহমান হাবু, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বাপ্পী, সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আফজাল, মাহিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাবলু নাগ, রোকেয়া বিশ্ববিদ্যালয় সাবেক সাধারণ সম্পাদক ইভান চৌধুরী, রিপোর্টসা ক্লাব রংপুরের দপ্তর সম্পাদক জিএম জয়, সাংবাদিক মাহফুজুর রহমান প্রিন্স প্রমুখ। ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে ১ মিনিট প্রতীকি অবরোধ করেন সাংবাদিকরা।

এ সময় সাংবাদিক নেতারা বলেন, গত ১৬ জুলাই আন্দোলন চলাকালে পুলিশের টিয়ারশেল, রাবার বুলেটে এবং আন্দোলনকারীদের হামলায় সময় টেলিভিশনের রিপোর্টার রেদওয়ান হিমেল, ভিডিও সাংবাদিক তরিকুল ইসলাম, শাহনওয়াজ জনিসহ ১০ সাংবাদিক আহত হয়েছেন।

এ ঘটনার নিন্দা জানিয়ে সাংবাদিকরা বলেন, মাঠে কাজ করার সময় সাংবাদিকরা নিরাপত্তা না পেলে রাষ্ট্রের চতৃর্থ স্তম্ভ হুমকির মুখে পড়বে। ওই কারণে গণমাধ্যমের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ সময় আইনশৃঙখলা বাহিনীর মাঠ পর্যায়ের সদস্যদের সাংবাদিকদের নিরাপত্তা দিতে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা দাবি করেন সাংবাদিক নেতারা।


আরো সংবাদ



premium cement
সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেফতার সোনারগাঁয়ে শেখ হাসিনা-শেখ রেহেনাসহ ২৩৯ জনের বিরুদ্ধে মামলা গাজার চলমান ঘটনাবলী সমসাময়িক বিশ্বের সবচেয়ে বড় ভুল : বসনিয়া রাজনৈতিক অস্থিরতার পর থেকে ভারতের আসাম-মেঘালয় সীমান্তে আটক ৬৫ বাংলাদেশী ঐক্যের মাধ্যমেই কেবল মুসলিম উম্মাহ'র মর্যাদা প্রতিষ্ঠা সম্ভব : ইরানের সর্বোচ্চ নেতা হোসেনপুরে স্কুলশিক্ষকের বসতঘর পুড়ে ছাই রাজশাহী, খুলনা ও চট্টগ্রামে ভারী বৃষ্টির আভাস 'শ্রম আইন সংস্কার করে শ্রমিকদের ন্যায্য অধিকার বাস্তবায়ন করতে হবে' সিংগাইরে ধলেশ্বরী নদী থেকে লাশ উদ্ধার সাতক্ষীরায় বজ্রপাতে মৎস্যচাষির মৃত্যু সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুর ওপর ডিম নিক্ষেপ

সকল