১৮ অক্টোবর ২০২৪, ২ কার্তিক ১৪৩০, ১৪ রবিউস সানি ১৪৪৬
`

কোটা আন্দোলনের সমর্থনে জামালপুরে ৪ ছাত্রলীগ নেতার পদত্যাগ

কোটা আন্দোলনের সমর্থনে জামালপুরে ৪ ছাত্রলীগ নেতার পদত্যাগ -

জামালপুরের ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলায় কোটা সংস্কার আন্দোলনকে সমর্থন ও দেশের বিভিন্ন স্থানে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ জানিয়ে সংগঠনের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন ছাত্রলীগের চারজন নেতা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা দেন তারা।

পদত্যাগকারীরা হলেন- ইসলামপুর উপজেলার চরগোয়ালিনী ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি তোফাইল আহম্মেদ, বেলগাছা ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক শ্রী স্বপন কুমার, দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়ায় ইউনিয়নের সানন্দবাড়ী সাংগঠনিক থানা ছাত্রলীগের উপ-আইনবিষয়ক সম্পাদক ওমর ফারুক আকন্দ এবং সহ-সভাপতি বাহাদুর আকন্দ।

পদত্যাগকারীরা ছাত্রলীগ নেতারা গত মঙ্গলবার (১৬ জুলাই) রাতে নিজ নিজ ফেসবুক আইডিতে পদত্যাগের ঘোষণা দিয়ে পোস্ট দেন।

বেলগাছা ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক শ্রী স্বপন কুমার তাদের ফেসবুক পোস্টে লিখেছেন, ‘ছাত্রলীগের পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিলাম। এই অমানবিক রাজনীতির সাথে, আমি আর জড়িত থাকতে চায় না।’

সানন্দবাড়ী সাংগঠনিক থানা ছাত্রলীগের উপ-আইনবিষয়ক সম্পাদক ওমর ফারুক আকন্দ তার ফেসবুক আইডিতে লিখেছেন, ‘আমি ওমর ফারুক আকন্দ। বাংলাদেশ ছাত্রলীগ সানন্দবাড়ী সাংগঠনিক থানা শাখার উপ-আইনবিষয়ক সম্পাদক পদ থেকে পদত্যাগ করছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (কোটা সংস্কার আন্দোলন) সাথে একাত্মতা পোষণ করছি। আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেবো না।’

চরগোয়ালিনী ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি তোফাইল আহম্মেদ বলেন, 'কোটা আন্দোলন একটি যুক্তিক আন্দোলন। এই আন্দোলনকে আমি সমর্থন করি। দেশের বিভিন্ন স্থানে কোটা সংস্কারের জন্য আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ জানিয়ে সংগঠনের দায়িত্ব থেকে পদত্যাগ করেছি।'

পদত্যাগকারী ওমর ফারুক আকন্দ সাংবাদিকদের বলেন, 'চলমান কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগের ভূমিকা আমার কাছে দুঃখজনক মনে হয়েছে। যে ছাত্রলীগের নীতি আর আদর্শ দেখে ছাত্রলীগে যোগ দিয়ে ছিলাম, সেই ছাত্রলীগের সাথে বর্তমান ছাত্রলীগের আদর্শের মিল না থাকায় আমি স্বেচ্ছায় পদত্যাগ করেছি। চলাচল কোটা সংস্কার আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছি।'

ইসলামপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি নুরে আজাদ ইমরান বলেন, 'ছাত্রলীগ নেতাদের পদত্যাগের বিষয়টি আমার জানা নেই। তবে কেউ যদি পদত্যাগের বিষয়ে ফেসবুকে পোস্ট করেন, সেটা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। পদত্যাগ করতে হলে; কাগজপত্রে আবেদন করতে হবে।'

দেওয়ানগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা বলেন, সহ-সভাপতি বাহাদুর আকন্দ ও উপ-আইন বিষয়ক সম্পাদক ওমর ফারুকের পদত্যাগ বিষয়টি তাদের ব্যক্তিগত। তাদের বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।'


আরো সংবাদ



premium cement
রাশিয়াকে সমর্থন প্রশ্নে বেইজিংকে ‘চ্যালেঞ্জ’ করতে চীনে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেয়া মানে অপরাধকে প্রশ্রয় দেয়া : ভারতকে রিজভী রিপাবলিকান-সমর্থিত নির্বাচনী বিধি বাতিলের রায় জর্জিয়ার বিচারকের ইইউ বৈঠকে জয়ের পরিকল্পনা পেশ জেলেনস্কির বাংলাদেশের জন্য ভারতের ভিসা জটিলতার সমাধান কবে হবে ২০২৫ সালের মধ্যে আগামী নির্বাচন সম্ভব হতে পারে : আসিফ নজরুল গাজায় যুদ্ধবিরতি প্রচেষ্টায় কাতার-যুক্তরাষ্ট্রের আলোচনা প্রতিদ্বন্দ্বিতামূলক অঙ্গরাজ্যে সরাসরি আগাম ভোটদান শুরু হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার সম্পর্কে যা জানা যাচ্ছে তীব্র ক্ষুধার সম্মুখীন গাজায় ১৮ লাখ বাসিন্দা ঈশ্বরদীতে পদ্মা নদীতে গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু

সকল