২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

কোটা সংস্কারের দাবিতে উত্তাল রংপুর মেডিক্যাল কলেজ

কোটা সংস্কারের দাবিতে উত্তাল রংপুর মেডিক্যাল কলেজ - নয়া দিগন্ত

কোটার যৌক্তিক সংস্কার, প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে উত্তাল রংপুর মেডিক্যাল কলেজ।

মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১০টা থেকে শতশত মেডিক্যাল শিক্ষার্থী একত্রিত হয়ে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শুরু করে। এরপর কলেজক্যাম্পাস থেকে বের হয়ে শিক্ষার্থীরা হাসাপাতাল ক্যাম্পাসে বিক্ষোভ করে। সেখানে প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। বেলা সাড়ে ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সেখানে বিক্ষোভ করছিল শিক্ষার্থীরা।

এ সময় তারা ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘আমার ভাইয়ের রক্ত- বৃধা যেতে দেব না’, ‘আমার সোনার বাংলায়- বৈষম্যের ঠাঁই নাই’ বলে স্লোগান দিতে থাকে।

সানজিদা ফেরদৌস নামের এক আন্দোলনকারী বলছেন, সাধারণ শিক্ষার্থীদের ওপর পরিকল্পিকভাবে ছাত্রলীগ ও বহিরাগতরা হেলমেট এবং লাঠি নিয়ে যেভাবে হামলা করেছে, গুলি করেছে তাতে সব কিছু স্পষ্ট হয়ে গেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

আন্দোলনে অংশ গ্রহণকারী ৪৭ ব্যাচের ডা: রিয়াজ বলেন, অবশ্যই মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের ফাস্ট জেনারেশনের জন্য যে সুবিধা দেয়া হচ্ছে সেটার সাথে আমরা একমত। আমরাও এটা চাই। জাতীর শ্রেষ্ঠ সন্তানদের তো আমরা বিনিময় দিতে পারবো না। আমরা তাদেরকে সম্মানিত করছি। তাদের থার্ড জেনারেশন, ফোরথ জেনারেশনকে যে সুবিধা দেয়া হচ্ছে এটা হলো- রাজার মতো অবস্থা হচ্ছে। যে রাজার বংশধরদের মতো। তাদের বংশধররা রাজা হচ্ছে। এখানেও সেই অবস্থা চলছে। আমার বিশ্বাস, আমাদের সম্মানিত মুক্তিযোদ্ধারা এক ক্ষুদ্র বিষয় নিয়ে এতবড় মহৎ মুক্তিযুদ্ধ করেন নাই। এজন্য আমরা যৌক্তিক কোটা সংস্কার চাই। আমরা চাই প্রতিবন্ধী, অনগ্রসর জাতি, পিছিয়ে থাকা জেলা ও নারীদের জন্য কোটা থাকুক। কিন্তু মুক্তিযোদ্ধানের নাতি-পুতিদের নামে নয়। অনেক মুক্তিযোদ্ধাই যেখানে এর বিরুদ্ধে। সেখানে তাদের ৩০ ভাগ কোটা দেয়া হচ্ছে। এটা অযৌক্তিক। এটা মৌলিক অধিকারের আন্দোলন। আমাদের মধ্যবিত্ত, নিম্নমধ্য বিত্ত এবং নিম্নবিত্ত যারা আছি, তাদের চূড়ান্ত লক্ষ হলো- একটা সরকারি চাকরি। সেই চাকরির উপর নির্ভর করে আমাদের বাসস্থান, আমাদের চিকিৎসা, আমাদের সন্তানদের শিক্ষা, আমাদের বাবা-মা সন্তানদের খাদ্য নিরাপত্তা- তার মানে মৌলিক অধিকারের ৫টার মধ্যে ৪টাই কোটা সংস্কার আন্দোলনের সাথে যুক্ত আছে। আমরা চাই কোটা প্রথার সংস্কার। যৌক্তিক পর্যায়ে ৫ ভাগ কোটা রাখতে হবে। আমাদের মেধার মূল্যয়ন করা হোক।

সাব্বির আশরাফ নামের ৫ম বর্ষের এক শিক্ষার্থী জানান, প্রথমে আমাদের দাবি ছিল একটা কোটার যৌক্তির সংস্কার। গতকাল থেকে আমাদের উদ্দেশ্য এখন দুইটা। প্রথমত সংবিধান অনুযায়ী অনগ্রসর জাতি ও প্রতিবন্ধীদের জন্য ৫ ভাগ কোটা থাকুক। অন্যদিকে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্রগাম বিশ্ববিদ্যালয়ের আমার ভাইবোনদের ওপর এমনভাবে হামলা করা হয়েছে। তার প্রতিবাদে, তার বিরুদ্ধেই আমাদের আজকের এই সমাবেশ।

তারা বলেন, কোটা আন্দোলনে আমার ভাই ও বোনদের রক্ত ঝরেছে। আমরা এর প্রতিবাদ জানিয়ে মাঠে নেমেছি। সন্ত্রাসীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা হোকে। আর কোনো ভাই, আর কোনো বোনের রক্ত যেন না ঝরে। আমাদের দাবি মানতেই হবে।

মাঈশা মারিহা নামের ২য় বর্ষের এক শিক্ষার্থী জানান, গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় ও মেডিক্যালে আমার অনেক ভাই-বোন আহত হয়েছে, অনেকে মৃত্যুর সাথে লড়ছে। এর বিরুদ্ধে আমাদের আজকের প্রতিবাদ। আমরা চাই কোটার যৌক্তিক সংস্কার। বৈষম্যের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছি। আমরা কোটার সংস্কার চাই। কোটা সংস্কার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।


আরো সংবাদ



premium cement
নিজ্জর-হত্যায় অভিযুক্ত ৪ ভারতীয়ের বিচার শুরু কানাডায় ফলোঅন এড়ালেও ভালো নেই বাংলাদেশ আইপিএল নিলামের প্রথম দিনে ব্যয় ৪৬৭.৯৫ কোটি রুপি : কে কোন দলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মাত্রা বাড়াতে ট্রাম্প 'ভীষণ চিন্তিত' নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা, অন্যদের কথা ব্যক্তিগত : প্রেস উইং সালাহর জোড়া গোলে জিতল লিভারপুল ১০ সাংবাদিকসহ ১১ জনের ব্যাংক হিসাব জব্দ টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৬ দফা মেনে নেয়ার আহবান হাসিনা-কন্যা পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক লেনদেন স্থগিত বুটেক্স-পলিটেকনিক শিক্ষার্থীদের সংঘর্ষ নির্বাচনের তারিখ ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে : প্রেস উইং

সকল