ভূরুঙ্গামারীতে চলাচলের অনুপযোগী সড়কে বেড়া দিয়ে স্থানীয়দের ক্ষোভ
- ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা
- ০৫ জুলাই ২০২৪, ১৯:৩৭
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চলাচলের অনুপযোগী একটি সড়কে বেড়া দিয়ে ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয়রা।
শুক্রবার (৫ জুলাই) দুপুরের দিকে ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ড থেকে ধলডাঙ্গা বাজারগামী সড়কের কামাত আঙ্গারীয়া মুন্সিপাড়া নামক স্থানে এই বেড়া দেয়া হয়।
পথচারীরা জানায়, ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ড থেকে ধলডাঙ্গা বাজারগামী সড়কটির বিভিন্ন স্থানে অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। কামাত আঙ্গারীয়া মুন্সিপাড়া নামক স্থানের একটি গর্ত বেশ গভীর। গর্তের কারণে ওই স্থানটিতে প্রায়ই দুর্ঘটনা ঘটে।
পরিচয় প্রকাশ না করার শর্তে কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, পথচারী ও যানবাহনকে বড় রকমের দুর্ঘটনার কবল থেকে রক্ষা করতে এবং দ্রুত সড়ক সংস্কারের দাবিতে বাঁশে খুঁটি পুঁতে বেড়া দেয়া হয়েছে।
এলজিইডির ভূরুঙ্গামারী উপজেলা প্রকৌশলী হারুন অর রশিদ বলেন, যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে ঠিকাদারকে গর্ত ভরাট করতে বলা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা