কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি, বিপৎসীমার উপরে ব্রহ্মপুত্র-ধরলা
- কুড়িগ্রাম প্রতিনিধি
- ০৩ জুলাই ২০২৪, ১২:৫৩
কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। দেশের ভেতরে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানিতে ব্রহ্মপুত্র ও ধরলার পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়, বুধবার সকাল ৬টায় শিমুল বাডী পয়েন্টে ধরলার পানি ১২ সেন্টিমিটার, চিলমারী পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি ১ সেন্টিমিটার এবং নুন খাওয়া পয়েন্ট ব্রহ্মপুত্র নদের পানি বিপৎসীমার ১২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এদিকে উজান থেকে নেমে আসা পানিতে প্লাবিত হয়েছে নাগেশ্বরী, রৌমারী, রাজিবপুর, চিলমারী, ভুরঙ্গামারী, উলিপুর, ফুলবাড়ী, রাজারহাট ও সদর উপজেলার নদ-নদী। এতে তীরবর্তী চর ও নিম্নাঞ্চলের ঘরবাড়ি, গ্রামীণ সড়ক, পাট, আমন বীজতলা ও সবজি জাতীয় মৌসুমী ফসলের ক্ষেত ডুবে গেছে। ভেঙ্গে পড়েছে যোগাযোগ ব্যবস্থা।
জানা গেছে, পানিবন্দী হয়ে পড়েছে অন্তত ২০ হাজার পরিবার।
স্থানীয় পানি উন্নয়ন বোর্ড আরো জানিয়েছে, সেতু পয়েন্টে ধরলার পানি, পাটেশ্বরী পয়েন্টে দুধকুমারের পানি ও কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি বৃদ্ধি পেলেও তা বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা