২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

রংপুরে গরুর হাটে অতিরিক্ত হাসিল আদায়, এক লাখ টাকা জরিমানা

রংপুরে গরুর হাটে অতিরিক্ত হাসিল আদায়, এক লাখ টাকা জরিমানা - ছবি : নয়া দিগন্ত

গরুর হাটে অতিরিক্ত হাসিল আদায় করায় রংপুরের একটি হাটের ইজারাদারকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে রংপুর মহানগরীর বুড়িরহাটের ইজারাদার শরিফুল ইসলামকে এক লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মৃধা জানান, প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের স্পষ্ট নির্দেশনা গরুর হাটে বিক্রেতাদের কাছ থেকে কোনো হাসিল আদায় করা যাবে না এবং ক্রেতাদের কাছ থেকে নির্ধারিত হারে হাসিল আদায় করতে হবে। গোপন সংবাদের ভিত্তিতে আমরা বুড়িরহাটে অভিযান চালাই। এ সময় হাতেনাতে ধরে ফেলি ইজারাদারের লোকজন নির্ধারিত ফি ৪০০ টাকার বদলে টাকা ৭০০ টাকা করে আদায় করছেন। পাশাপাশি নিয়ম না থাকলেও বিক্রেতাদের কাছ থেকে জোরপূর্বক ২০০ থেকে ৩০০ টাকা আদায় করছেন।

বিষয়টি ভোক্তা সংরক্ষণ অধিদফতর আইন ২০০৯-এর ৩৯ এবং ৪০-এর ধারায় অপরাধ হওয়ায় ইজারাদার শরিফুল ইসলামকে এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়। পরে এক লাখ টাকা জরিমানা দেয়ায় মওকুফ করা হয়েছে।

তিনি জানান, গরুর হাটগুলোতে এই অভিযান অব্যাহত থাকবে। যেখানেই হাসিল বেশি নেয়ার প্রমাণ পাওয়া যাবে সেখানেই জরিমানাসহ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইজারাদার শরিফুল ইসলাম জানান, ঈদ উপলক্ষে সবগরুর হাটেই হাসিল বেশি করে নেয়া হচ্ছিল। আমরাও নিচ্ছিলাম। তবে এক লাখ টাকা জরিমানা খুব বেশি হয়েছে। আমরা আর অতিরিক্ত হাসিল নেব না।

রংপুর বিভাগীয় কমিশনারের দফতর সূত্রে জানা গেছে, বিভাগের আট জেলার এক হাজার ৩০৩টি স্থায়ী এবং তিনশতাধিক গরুর হাট বসেছে।

হাটের সাথে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ইজারাদার সিন্ডিকেট অবৈধভাবে ক্রেতা-বিক্রেতাদের কাছ থেকে এক হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত হাসিল আদায় করছেন। এ নিয়ে ক্ষুব্ধ ক্রেতা ও বিক্রেতারা। প্রশাসনের চোখের সামনে এ ধরনের ঘটনা অব্যাহত থাকলেও ব্যবস্থা নেয়ার খুব একটা নজির দেখা যায় না।


আরো সংবাদ



premium cement
জুলুমের দায়ে মতিউর রহমান ও মাহফুজ আনামকে পদত্যাগ করতে হবে : হেফাজত আমির স্বর্ণের দাম ভরিতে ১,৮৯০ টাকা কমেছে খালেদা জিয়ার সাথে সৌদি রাষ্ট্রদূতের বৈঠক মাওলানা আতাহার আলীকে বাদ দিয়ে দেশের ইতিহাস রচিত হতে পারে না : ধর্ম উপদেষ্টা ‘মানবিক সমাজ বিনির্মাণে কাজ করে যাচ্ছে বিএনপি’ ছাত্র সংঘর্ষ ও শিক্ষাপ্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনায় ছাত্রশিবিরের উদ্বেগ কোনো পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : তথ্য উপদেষ্টা সিলেটে ব্যবসায়ী হত্যায় বাবাসহ ২ ছেলের মৃত্যুদণ্ড ভারতে মসজিদ ভাঙাকে কেন্দ্র করে নিহতের ঘটনায় জামায়াতের প্রতিবাদ গুগল ম্যাপ দেখে গাড়ি চালাতে গিয়ে ব্রিজ থেকে পড়ে নদীতে, নিহত ৩ গাজীপুরে বেক্সিমকো শ্রমিকদের ফের মহাসড়ক অবরোধ

সকল