২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ভূরুঙ্গামারীতে দাফনের দেড় মাস পর কবর থেকে লাশ উত্তোলন

ভূরুঙ্গামারীতে দাফনের দেড় মাস পর কবর থেকে লাশ উত্তোলন - ছবি : নয়া দিগন্ত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দাফনের প্রায় দেড় মাস পর আদালতের নির্দেশে কবর থেকে ফয়জার রহমান (৪৫) নামের এক ব্যক্তির লাশ উত্তোলন করে পোস্টমর্টেমের জন্য লাশটি কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।

রোববার (৯ জুন) সকালে উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের গনাইর কুটি গ্রাম থেকে লাশটি উত্তোলন করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিদুল ইসলামের উপস্থিতিতে ভূরুঙ্গামারী থানা পুলিশ লাশ উত্তোলন করে।

মামলা সূত্রে জানা যায়, জমি-সংক্রান্ত বিরোধের জেরে গত ১৮ এপ্রিল বানুর কুটি গ্রামে ফয়জার রহমানসহ অপর দুই ব্যক্তি প্রতিপক্ষের হামলায় আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ওই দিনই ভূরুঙ্গামারী হাসপাতালে ভর্তি করায়। হাসপাতাল কর্তৃপক্ষ গত ২০ এপ্রিল ফয়জার রহমানকে ছাড়পত্র প্রদান করেন। তাকে বাড়িতে আনা হলে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং গত ২৫ এপ্রিল মারা যান।

ফয়জার রহমানের ছেলে হাফিজুর রহমান গত ১ মে ভূরুঙ্গামারী থানায় একটি হত্যা মামলা করেন। কুড়িগ্রাম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত গত ১৫ মে এক আদেশে কবর থেকে লাশ উত্তোলনের নির্দেশ দেন।

ভূরুঙ্গামারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিদুল ইসলাম বলেন, আদালতের নির্দেশ ও কুড়িগ্রাম জেলা ম্যাজিস্ট্রেটের আদেশে কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে। লাশটি কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন বলেন, বাদির অভিযোগের ভিত্তিতে বিজ্ঞ আদালতের নির্দেশে লাশ উত্তোলন করা হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়া হবে।


আরো সংবাদ



premium cement
দেশব্যাপী দীর্ঘস্থায়ী শ্বাসজনিত রোগে ভুগছে ৬৫ লাখ মানুষ গ্রেড-১ এ পদোন্নতি পেলেন প্রাণিসম্পদ অধিদফতরের ডিজি ডা. রেয়াজুল হক ‘বড় কোনো পরিকল্পনা না থাকলে এক দিনে এতগুলো ঘটনা ঘটতো না’ জুলুমের দায়ে মতিউর রহমান ও মাহফুজ আনামকে পদত্যাগ করতে হবে : হেফাজত আমির স্বর্ণের দাম ভরিতে ১,৮৯০ টাকা কমেছে খালেদা জিয়ার সাথে সৌদি রাষ্ট্রদূতের বৈঠক মাওলানা আতাহার আলীকে বাদ দিয়ে দেশের ইতিহাস রচিত হতে পারে না : ধর্ম উপদেষ্টা ‘মানবিক সমাজ বিনির্মাণে কাজ করে যাচ্ছে বিএনপি’ ছাত্র সংঘর্ষ ও শিক্ষাপ্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনায় ছাত্রশিবিরের উদ্বেগ কোনো পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : তথ্য উপদেষ্টা সিলেটে ব্যবসায়ী হত্যায় বাবাসহ ২ ছেলের মৃত্যুদণ্ড

সকল