নীলফামারীতে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন
- নীলফামারী প্রতিনিধি
- ৩০ মে ২০২৪, ১৯:২২
তৃতীয় ধাপে বুধবার অনুষ্টিত নীলফামারী সদর উপজেলা পরিষদ নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ফলাফল বর্জনের ঘোষণা দিলেন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আরিফা সুলতানা লাভলী।
বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে নীলফামারী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন।
লাভলী বলেন, পরিকল্পিতভাবে কারচুপির মাধ্যমে তার নিশ্চিত বিজয় কেড়ে নেয়া হয়েছে। কোনো কেন্দ্রে যদি ৫০০ ভোট পড়েছে। সেখানে আমরা ১৪ বার আলহামদুলিল্লাহ পড়েছি। নীলফামারীর কোনো কেন্দ্রে এক হাজার বা ১৩ শ’ ভোট পড়েনি, এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। সেখানে কেমন করে তারা এই ভোট দেখাল। বিশেষ করে হিন্দু অধ্যাষিত এলাকাগুলোতে এই কাজটি করা হয়েছে।
তিনি অভিযোগ করে বলেন, ফলাফল গণনা শেষে ফলাফল সিট তার কোনো এজেন্টকে দেয়া হয়নি। তবে লক্ষীচাপ ইউনিয়নের এক কেন্দ্রের আমার একজন এজেন্ট চালাকি করে ভোট গণনার সময় ৪৪৫ ভোট লিখে রেখেছিল। পরে সেখানে ভোট দেখানো হয়েছে ১৪ শ’ বেশি। এতে প্রমাণিত হয় কারচুপি করা হয়েছে। এ রকম অনেক কেন্দ্রে ভোটের বৈষম্য করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
উল্লেখ্য, বুধবার অনুষ্টিত নির্বাচনে ৩৪ হাজার ৩৪০ ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন জেলা যুব মহিলা লীগের সভাপতি সান্তনা চক্রবর্তী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরিফা সুলতানা লাভলী পান ২৫ হাজার ৫০ ভোট।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা